১০ বলিউড তারকার স্কুলজীবন

বলিউডের বড় তারকা, ব্যাপারটাই অন্যরকম! শুধু উপমহাদেশ কেন, বিশ্বের অজস্র মানুষের কাছে তারা ঠিক যেন মর্ত্যের মানুষই নন। সবার চিন্তা যেমনই হোক না কেন, তাদেরও শৈশব কেটেছে অন্য অনেক শিশুর মতোই। তাদেরও রয়েছে স্কুলজীবন, যেখান থেকে সেদিনের সেই ছোট শিশুটি হয়ে উঠেছেন আজকের দিনে খ্যাতির শীর্ষে পৌঁছে যাওয়া সেলিব্রিটি। বলিউড আশিক ওয়েবসাইটে পাওয়া গেল জনপ্রিয় ১০ তারকার স্কুলের খবরাখবর।
সালমান খান
সুপারস্টার সালমান খান এসসি ইন্ডিয়া বোর্ডিং স্কুলে পড়ালেখা করতেন। এটি ছিল গোয়ালিওরের স্বনামধন্য একটি স্কুল। কয়েক বছর পর বান্দ্রায় স্ট্যানিস্লাস হাইস্কুলে পড়েছেন তিনি।
সিদ্ধার্থ মালহোত্রা
তৎকালীন নেভাল পাবলিক স্কুলে (বর্তমানে এনসিএসডি) পড়ালেখা শুরু সিদ্ধার্থের। এরপর পড়েছেন দিল্লির ডন বসকো স্কুলে।
সুশান্ত সিং রাজপুত
পাটনার সেন্ট কারেন হাইস্কুলে পড়তেন ‘পিকে’ এবং ‘ডিটেকটিভ বোমকেশ বকশি’ খ্যাত সুশান্ত। এরপর নয়াদিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুল থেকে স্কুলজীবন শেষ করেছেন।
শাহরুখ খান
নয়াদিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়ালেখা করেছেন বলিউডের কিং খান। স্কুলে থাকতে সবকিছুতেই পারদর্শী ছিলেন তিনি। পরে হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন, এরপর ডিগ্রি নেন গণযোগাযোগ বিষয়ে।
আদিত্য রায় কাপুর
মুম্বাইয়ের জি ডি সোমানি মেমোরিয়াল স্কুলের ছাত্র ছিলেন ‘আশিকী ২’ খ্যাত আদিত্য রায় কাপুর।
আলিয়া ভাট
যমনাবাই নরসি স্কুলে পড়ালেখা করেছেন আলিয়া ভাট।
পরিণীতি চোপড়া
ছেলেবেলায় পরিণীতি পড়ালেখা করেছেন আম্বালার কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি নামের একটি মিশনারি স্কুলে।
বিদ্যা বালান
সেন্ট অ্যান্থনিস গার্লস হাইস্কুলের ছাত্রী ছিলেন বিদ্যা বালান।
বিপাশা বসু
কলকাতায় চলে আসার আগে আপিজে হাইস্কুলে পড়ালেখা করেছেন বলিউডের বেঙ্গল সেনসেশন বিপাশা বসু।
রণবীর কাপুর
রণবীর পড়ালেখা করেছেন বোম্বে স্কটিশ স্কুলে।
শ্রদ্ধা কাপুর
আলিয়ার মতো শ্রদ্ধাও পড়েছেন যমনাবাই নরসি স্কুলে। সেখান থেকে পরে তিনি ভর্তি হন আমেরিকান স্কুল অব মুম্বাইতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন