১০ লাখ রুপি পেতে হলে সনুকে জুতার মালা গলায় পড়ে দেশ ঘুরতে হবে: মৌলভী কাদেরি
মাইকে আজান নিয়ে ভারতীয় সঙ্গীতশিল্পী সনু নিগমের বিতর্কিত বক্তব্যের পতিক্রিয়ায় মঙ্গলবার এক ফতোয়া জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কেউ সোনু নিগমের মাথা মুড়িয়ে তার গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে দিয়ে ঘোরাতে পারলে ব্যক্তিগতভাবে তাকে দশ লাখ রুপি দেয়া হবে।’
মৌলভীর এই ফতোয়ার প্রতিক্রিয়ায় বুধাবর দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলন চলাকালীন সময়েই নিজের মাথার চুল গুলো কামিয়ে ফেলেন ভারতীয় সিনেমার এই প্লেব্যাক সিঙ্গার। সেই সঙ্গে মৌলভীকে ১০ লাখ টাকা গুছিয়ে রাখতে বলেন সনু।
কিন্তু টাকা বোধহয় সনু এত সহজে পাবেন না। কেননা শুধু মাথা ন্যাড়া করায় মন গলেনি মৌলভীর। টাকা পাওয়ার জন্য অন্যদুটো শর্তের কথাও মনে করিয়ে দিছেন সনুকে।
এক প্রতিক্রিয়ায় সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি বলেন, ‘আমি যেটা বলেছি তার সবটাই সনু এখনো করেনি। দুটো শর্ত এখনো অপূর্ণ রয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘সনুকে ১০ লাখ রুপি তখন দিব যখন সে অন্য দুটি শর্ত হিসেবে গলায় জুতার মালা পড়বে এবং দেশজুরে ঘুরে বেড়াবে।’
এর আগে মাইকে আজান নিয়ে মন্তব্যের সূত্র ধরে বিতর্কিত হওয়ার পর নিজের অবস্থান তুলে ধরতে বুধবার দুপুরে মুম্বাইয়ে নিজের বাসায় একটি সংবাদ সম্মেলন ডাকেন সনু। সেখানে তিনি বলেন, ‘লাউডস্পিকার নয়, আজান গুরুত্বপূর্ণ, আরতি গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয়।’
মৌলভীর দেয়া ফতোয়ার প্রতিক্রিয়ায় সনু বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই আমি মাথা ন্যাড়া করে ফেলব। এটা কোন চ্যালেঞ্জ নয়। এটা অনুরোধ। এই দেশে তোমরা এসব কি করছ?’ আমি একজন আস্তিক হলেও এটা বিশ্বাস করিনা যে আমার ধর্মই শ্রেষ্ঠ কিন্তু তোমারটা যে সেরা নয় সেটা নিশ্চিত। আমি এগুলোতে বিশ্বাস করিনা। আপনাকে উগ্রবাদের বিরুদ্ধে চুপ না থেকে যুদ্ধ করতে হবে।’ এরপরই সংবাদ সম্মেলন চলাকালীন সময়েই তিনি মাথা ন্যাড়া করে ফেলেন।
সনু বলেন, ‘আমি আলিমকে আসতে বলেছিলাম। সেই আমার মাথা কমিয়ে দিয়েছে কিন্তু এটা কোন চ্যালেঞ্জ নয়। যে ব্যক্তি আমার মাথা কামিয়েছে সে মুসলিম আমি হিন্দু। এরমধ্যে কোন বিদ্বেষ নেই। ফতোয়ার একই ভাষা কিন্তু ভালোবাসার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। ধর্মনিরপেক্ষতা মানে অন্যের সমস্যা বোঝার চেষ্টা করতে হবে, আমি সঠিক এমনটা ভাবা ঠিক নয়।’
নিজের করা টুইটগুলোর ব্যাপরে এই শিল্পী আরো বলেন, ‘প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার আছে। আমি শুধুমাত্র লাউডস্পিকারের ব্যবহার নিয়ে কথা বলেছি। আমি সামাজিক সমস্যা নিয়ে কথা বলেছি, ধর্ম নিয়ে নয়। মন্দির, গুরুদুয়ারা ও মসজিদ সবকিছু নিয়েই বলেছি তাহলে বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন?’
মুহাম্মদ সা.কেও কোনভাবে বিতর্কিত করার চেষ্টা করেননি বলেও জানান এই গায়ক। ডিএনএ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন