১১৭ ফুট লম্বা দুই চাকার সাইকেল!
দুই চাক্রের যান সাইকেল। কতটুকুই বা লম্বা হবে এই ‘দ্বিচক্রযানটি’? প্রাপ্তবয়স্ক দুজন । আর সেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে গেলে তিনজনও সই! এটুকু পর্যন্ত যদি ভেবে থাকেন- তাহলে মস্ত ভুল করছেন। আপনার সব ধারণাকে পাল্টে দিতে নেদারল্যান্ডের বিখ্যাত সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিজি ভ্যান মারস ওয়ার্কপেলগ নিয়ে এসেছে ১১৭ ফুট লম্বা সাইকেল। মাত্র দুইচাকার এই সাইকেলটি চালাতে হয় দুই বন্ধু মিলেই।
নির্মাতা প্রতিষ্ঠানটি অবশ্য জানিয়েছে, এত বড় সাইকেল আসলে তেমন কোনো কাজে আসবে না। এটি তৈরি করা হয়েছে গিনেজ রেকর্ডের কথা মাথায় রেখে। গিনেজ বুক কর্তৃপক্ষের স্বীকৃতিও অবশ্য মিলেছে হাতেনাতে। তৈরির দিনই এই সাইকেলটিকে বিশ্বের সবচাইতে বড় দ্বিচক্রযানের স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে এখানেই শেষ নয়। এই সাইকেলের খবর গণমাধ্যমে আসতে না আসতেই খবর পাওয়া গেছে, তৈরি হচ্ছে এর চাইতে বড় সাইকেলও। আর সেটি লম্বায় হবে ১৩৬ ফুট। ওই সাইকেলটি তৈরি করবে অস্ট্রেলিয়ার একটি সাইকেল নির্মাণকারী সংস্থা। ২০১৭ সালের মধ্যে বিশ্ববাসী ১৩৬ ফুট লম্বা সাইকেল দেখতে পাবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন