১১ কোটি টাকার ক্রিকেটার ইরফান পাঠান এবার হতাশা হয়ে যা বললেন

২০১১ সালে ১১ কোটি টাকা দিয়ে এই অলরাউন্ডারকে কেনে দিল্লি। তিন বছর দিল্লির হয়ে খেলে ৪৭ ম্যাচে মাত্র ৪৬৮ করেন ইরফান, নেন ২৯ উইকেট। হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে ছেড়ে দেয় দিল্লি।
এক সময় ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান খেলোয়াড় ছিলেন ইরফান। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও আইপিএল হোক কিংবা দেশের জার্সিতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। কিন্তু আইপিএল অখ্যাত খেলোয়াড়রা জায়গা করে নিলেও কোন দল ইরফান পাঠানকে কেনেনি।
২০১০ সালে পিঠে পাঁচটা ফ্র্যাকচারের পর ক্রিকেট ফেরার কোনও আশাই ছিল না। ফিজিও জানিয়ে দিয়েছিল আর খেলা হবে না। ক্রিকেট খেলার স্বপ্নটা এবার ছাড়তেই হবে।
কিন্তু সেদিন সেই স্বপ্ন ছাড়েননি ইরফান পাঠান। তাই ফিরেছেন ক্রিকেটে। সাফল্যের সঙ্গেই ফিরেছেন। কিন্তু এবারের আইপিএলে দল না পেয়ে হতাশ ইরফান নিজের সেই সময়ের কথাই ভাগাভাগি করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
হতাশা হয়ে যা তিনি বললেন, ‘‘আমি মৌসুম শুরুর আগে থেকে পুরো মৌসুমে প্রচুর খেটেছি। ফিল্ডিংয়েও অনেক উন্নতি করেছি।’’
নবম আইপিএলে পাঠান খেলেছিলেন পুণের হয়ে। কিন্তু প্রথম একাদশে তেমনভাবে খেলার সুযোগ পাননি। এই অলরাউন্ডার দেশের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও টি২০ খেলেছেন। দেশের হয়ে সবশেষ খেলেছেন ২০১২ সালের অক্টোবরে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন