১৫ দিন বয়সী সন্তানকে রেখে আত্মহত্যা
রাজধানীর রামপুরায় পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে সুরভী (২২) ও ইসরাত হুদা বিথী (১৬) নামে দুই নারী আত্মহত্যা করেছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বিথীর বাবা নুরুল হুদা জানান, তিনি পরিবার নিয়ে রামপুরা ২ নম্বর রোড়ের ৩২ নম্বর বাড়িতে থাকেন। রাত ১০টার দিকে গলায় ফাঁস দেয় তার মেয়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বিথী উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঢামেক হাসপাতালে ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বিথীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সুরভীর দেবর তুহিন জানান, সরভী তার স্বামীর সঙ্গে পূর্ব রামপুরার ৩৩৫ (ঙ) নম্বর বাড়ির পঞ্চম তলায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় চিতলমারী থানার হাড়িয়াঘোপ গ্রামে।
রাত ৯টার দিকে তার ভাই শাহে আলম কাজী (সুরভীর স্বামী) বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সুরভীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার এসআই আব্দুর রশিদ জানান, সুরভী পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তার ১৫ দিন বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন