বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৫ সন্তানের বাবার আবদার আবার পুত্রসন্তানের

পুত্রসন্তান একটি৷ আশা আরও একটির৷ সেই আশায় আশায় ১৪ কন্যাসন্তানের জনক-জননী হয়ে খবরের শিরোনামে এসেছিলেন আদিবাসী দম্পতি রামসিন সংগোদ ও তাঁর স্ত্রী কানু৷ কিন্তু তাঁদের ১৫ তম সন্তানটিও একটি কন্যাসন্তান৷ রামসিংয়ে আশা পুত্রের জন্য শেষবার চেষ্টা করে দেখবেন তিনি৷

পুত্রসন্তানের আকাঙ্ক্ষা যে কোন পর্যায়ে যেতে পারে, তা এই দম্পতিকে না দেখলে ভাবা যায় না৷ গুজরাটের ঝারিভুজি গ্রামে দরিদ্র কৃষক রামসিং চেয়েছিলেন পুত্র সন্তানের জনক হতে৷ কিন্তু তাঁদের পরপর সবগুলি সন্তানই হয় কন্যাসন্তান৷ রামসিংয়ের স্ত্রী কানু জানান, সেইসময়, রামসিং তাঁকে ভয় দেখাতে থাকেন, পুত্রসন্তান না হলে, তিনি দ্বিতীয়বার বিবাহ করবেন৷ অনাথ কানু স্বামীর ঘরছাড়া হওয়ার ভয়ে আবার সন্তানধারণে রাজি হয়ে যান৷ সেবার তাঁদের পুত্রসন্তানই হয়৷ আনন্দে ছেলের নাম রেখেছিলেন বিজয়৷ কিন্তু এবার রামসিনের নতুন আবদার শুরু হয় দ্বিতীয় পু্ত্রসন্তানের জন্য৷ কিন্তু তাঁদের ১৫তম সন্তানটিও কন্যাসন্তানই৷ তবু হতাশ নন রামসিং৷ তিনি এখনও শেষ চেষ্টা করে দেখতে চান৷ ২ অগস্ট ১৪ তম কন্যার জন্মের পরই পরের পরিকল্পনা করে ফেলেছেন তিনি৷

স্বামীর দাবিতে প্রায় প্রতিবছর সন্তানধারণের যন্ত্রণা নিতে নিতে ক্লান্ত রামসিংয়ে স্ত্রী কানু৷ গত ১৫ বছর ধরে প্রায় প্রতি বছর ধরেই তিনি গর্ভযন্ত্রণা পেয়ে চলেছেন৷ বড় দুই মেয়ের বিয়ে হয়েছে৷ তাদের বয়সও মোটে ১৭ ও ১৫৷ শেষ সন্তানটির বয়স এখনও ২ বছর হয়নি৷ এর মধ্যেই আরও এক সন্তানের জন্ম দিয়েছেন৷ এরই মধ্যে আবার সন্তানধারণের জন্য মানসিকভাবে প্রস্তুতও নন তিনি৷ স্বামীকে তিনি জানিয়েছেন, এই ধকল তিনি আর নিতে পারবেন না৷ ৩৩ বছরের কানু জানিয়েছেন, তাঁর শরীরও অশক্ত৷ কিন্তু কানুর সে কথায় কান দিতে চান না রামসিন৷তিনি চাইছেনষ শেষবারের মতো চেষ্টা করে দেখা যেতেই পারে৷

কেন এইভাবে হন্যে হয়ে পুত্রসন্তান চাইছেন তাঁরা? তাঁদের সম্প্রদায়ের রেওয়াজ যে, বোনের বিয়েতে দাদা বা ভাইকে পাত্রপক্ষের সমস্ত দাবিদাওয়া মেটাতে হয়৷ বর্তমানে ১৮ মাস বয়সী বিজয় যে তা করে উঠতে পারবে না তা জানেন রামসিং৷ আর তাই দ্বিতীয় পুত্রসন্তানের জন্য জিদ তাঁর৷ কিন্তু কিছুদিন আগেও স্বামীর মতে সহমত থাকলেও, এখন অশক্ত শরীর নিয়ে আর রাজি হতে চাইছেন না কানু৷ তাঁর বক্তব্য, এবার অন্তত মেনে নেওয়া উচিত যে, ভগবান তাঁদের একটি সন্তানই দিতে চেয়েছেন৷

রামসিনের গ্রামে প্রায় সকলেরই আটটি কিংবা নটি করে সন্তান৷ কিন্তু পুত্রসন্তানের মোহে এই আদিবাসী দম্পতি যেন সব সীমা অতিক্রম করে গেলেন৷ দেশে শিক্ষার তথাকথিত প্রসার ও কন্যাসন্তান বাঁচানোর প্রকল্প ইত্যাদি যে কতটা দেখনদারি, বাস্তবের জমিতে কতটা অকৃতকার্য তাও প্রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রামসিংয়ের এই পুত্রসন্তানের মোহ৷

এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন  

চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস

 শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান জীবন যৌবন উৎসর্গ করেছিল
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • চলে গেলেন হায়দার আকবর খান রনো
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ‘ও আল্লাহ আমার ইকবালরে কই নিয়ে গেলা’
  • ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী