১৬ বছর ধরে ফ্রিজে রাখা ভ্রুণ থেকে জন্ম নিল সন্তান
১৬ বছর আগে আইভিএফ পদ্ধতিতে প্রথমবার মা হয়েছিলেন তিনি। সেই সময় ফ্রিজে রেখে দেওয়া ভ্রুণ থেকেই ১৬ বছর পর দ্বিতীয় বার মা হলেন চীনের ৪৬ বছরের এক মহিলা। খবর আনন্দবাজার পত্রিকার।
২০০০ সালের ফেব্রুয়ারি মাসে চীনের গুয়াংডং প্রদেশের সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে প্রথমবার পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। এই আইভিএফ (ইনভিট্রোফার্টিলাইজেশন) সাইকেল থেকে ১৮টি ভ্রুণ ফ্রিজ করে রাখা হয়। গত বছর দ্বিতীয় বার মা হওয়ার জন্য আবার ওই হাসপাতালে আসেন মহিলা। হাসপাতালের রিপ্রোডাকটিভ সেন্টারের ডিরেক্টর জু ইয়ানওয়েন বলেন, যখন উনি ভ্রুণ আনফ্রিজ করার কথা বলেন তখন অনেক রকম জটিলতা তৈরি হয়েছিল। এফইটি (ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার) পদ্ধতিতে ফ্রোজেন ভ্রুণ গর্ভে স্থাপন করা সহজ কাজ নয়। ওঁর কিছু শারীরিক সমস্যাও ছিল। তবে ধীরে ধীরে সব সমস্যাই কাটিয়ে উঠতে পেরেছি আমরা। দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন উনি। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই ওদের ছেড়ে দেওয়া হবে।
২০১৫ সালে চীন সরকার এক সন্তান নীতি তুলে নেওয়ার পর বহু মহিলাই অ্যাসিসটেড রিপ্রোডাকটিভ টেকনোলজির সাহায্য নিচ্ছেন বলে জানান জু। বলেন, ‘‘২০১৬ সালে ১,০০০ জন চল্লিশোর্ধ মহিলা আমাদের কাছে এফইটি-র সাহায্যে মা হওয়ার জন্য আসেন। ’’
শুধু চিন নয়, সারা বিশ্বেই জনপ্রিয় এই পদ্ধতি। কাজের চাপ, ব্যস্ত লাইফস্টাইলের কারণে বেশি বয়সে বিয়ে ও সন্তান ধারণের জটিলতা বাড়ায় ভারতীয় মহিলাদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। প্রাক্তন ভারতীয় মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনও মা হয়েছেন এই পদ্ধতির সাহায্যে। আট বছর আগে জমিয়ে রাখা ভ্রুণ থেকে মা হন ৪২ বছরের ডায়না।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন