১৮৪ বছরে প্রথম গোসল করলো কচ্ছপ! (ভিডিওসহ)
স্থলভাগের সবচে’ বেশিদিন বেঁচে থাকা প্রাণীর নাম কচ্ছপ। বলা হচ্ছে, জোনাথন নামের ১৮৪ বছর বয়সী কচ্ছপই এখন পর্যন্ত সবচে’ বেশি বয়সের জীবন্ত ভূমি জীব। এটির বাসস্থান সেন্ট হেলেনার ভলক্যানিক দ্বীপ।
মজার তথ্য হলো, এতো বছরেও কোনোদিন গোসল করেনি জোনাথন। আগামী মে মাসে কচ্ছপটিকে দেখার প্রদর্শনী অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানে অনেক নামীদামী লোক যাবেন। আর এ উপলক্ষে নরম ব্রাশ আর তরল সাবান দিয়ে গোসল করানো হলো প্রাণীটিকে।
একঘণ্টা ধরে চলে জোনাথনের গা মাজামাজি। গোসল শেষ হলে পশু চিকিৎসক জো হোলিংসের মন্তব্য, “জোনাথনকে দেখতে কম বয়সী মনে না হলেও এটিকে অনেকটা আলাদা লাগছে।”
বয়সের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে জোনাথন। হারিয়েছে ঘ্রাণশক্তিও। রীতিমতো খাদ্যতালিকা মেনে প্রতিদিন আপেল, গাজর, শসা, কলা, পেয়ারা খাওয়ানো হয় এটিকে। আর সেজন্যই হয়তো এখনও যথেষ্ট শক্তিশালী ও স্বাস্থ্যবান রয়েছে জোনাথন।
ভিডিওতে দেখুন জোনাথনের গোসলের দৃশ্য:
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন