২০১৫-তে সবচেয়ে বেশি আয় করেছেন যে ৫ বলিউড তারকা

কোটিতে খেলা করেন এঁরা। জনতার মনোরঞ্জন করেন যেমন, তেমনই ধনদেবীর কৃপাদৃষ্টিও রয়েছে বিস্তর। এমনিতে সহজ-সরল মাটির মানুষ হয়ে ঘোরাফেরা করলেও এঁদের এক বছরে আয়ের পরিমাণ জানলে অবাক হয়ে যেতে হয়।
বলিউড তারকাদের ধন-সম্পত্তি নিয়ে জল্পনার শেষ নেই। আর তারকারাও তাঁদের ট্যাঁকের জোরে ‘এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ’। প্রতি বছরই তো কোটি কোটি টাকা ব্যবসা করে এঁদের ছবি। কিন্তু বছরে কত কোটি টাকা অর্জন করেন এঁরা নিজে?
দেখে নিন বলিউডের সবচেয়ে ধনী তারকা কারা এবং গত এক বছরে কত টাকাই বা রোজগার করলেন তাঁরা—
১) শাহরুখ খান
ইনি শুধু বলিউডের সবচেয়ে ধনী নন, ইনি পৃথিবীর দ্বিতীয় ধনী অভিনেতা। গত বছর মোট আয় করেছেন ২৫৭.৫ কোটি টাকা। ফেলে ছড়িয়ে খরচ করার মতো টাকা যে আছে কাঁড়ি কাঁড়ি তার প্রমাণ সম্প্রতি বন্ধুদের দামি দামি উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে একটি বিএমডব্লিউও।
পৃথিবীর সবচেয়ে ধনী ১০ অভিনেতা
২) সলমন খান
গত বছর ২০২.৭৫ কোটি টাকা আয় করে তালিকার দ্বিতীয় নম্বরে আছেন সলমন খান। তার আগের বছরে তিনি ছিলেন ১ নম্বরে। বোনের বিয়েতে হায়দরাবাদের নিজামের প্রাসাদ বুক করে যে কাণ্ডটা করলেন তার থেকে বোঝা যায় ওঁর ট্যাঁকের জোর।
৩) অমিতাভ বচ্চন
বিগ বি-র সম্পত্তির কথা নতুন করে বলার তো কিছু নেই। এই বয়সে যেমন অভিনয়ে টেক্কা দিচ্ছেন হাঁটুর বয়সীদের, আয়ের দিকে থেকেও তাই। ২০১৫-তে ১১২ কোটি টাকা আয় করে তিনি আছেন তৃতীয় স্থানে।
৪) অক্ষয় কুমার
একের পর এক ফ্লপ ছবি করেও উপার্জনের দিকটা ভালই সামলেছেন অক্ষয়। ২০১৫-তে মোট আয় করেছেন ১২৭.৮৩ টাকা।
৫) আমির খান
দেখে মনে হয় কত সাধারণ জীবনযাপন করেন। ওদিকে বেভারলি হিল্সে বাড়ি কিনে বসে আছেন। গত বছরের মোট আয় ১০৪.২৫ কোটি টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন