২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ঢাবি এলাকায় যান চলাচল নিষেধ
মহান ভাষা দিবসের অনুষ্ঠান উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসি এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকার সংবলিত গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, চাঁনখারপুল-দোয়েল চত্বর-আজিমপুর ও পলাশীর মোড় পর্যন্ত যানবাহন নিয়ে যেতে পারবেন সাধারণ মানুষ। আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর অন্য ভিআইপিরা শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন।
সাধারণ মানুষ শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে দোয়েল চত্বর ও চাঁনখারপুলের রাস্তা ব্যবহার করতে পারবে না। তবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ওই পথ দিয়ে বের হওয়া যাবে।
শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ওই এলাকার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর টহল থাকবে।
২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনার ও আশপাশের এলাকায় আট হাজার পুলিশ সদস্য এবং এক হাজার সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া দিনটি ঘিরে প্রায় ২০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাজধানীতে নিরাপত্তা দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন