২০ বছর আটকা থাকার পর মুক্তি পেল ১৩২ বছর বয়সের গলদা চিংড়ি
২০ বছর পর মুক্তি পেল ১৩২ বছর বয়সী লুই নামে একটি দৈত্যাকৃতির গলদা চিংড়ি। কোথায় বন্দী ছিল এটি? আর এত বছর বন্দী থাকার পর হঠাৎ কেনইবা মুক্তি পেল?
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের লং আইল্যান্ড ক্ল্যাম বারে একটি ট্যাঙ্কে প্রায় ২ দশক বন্দী থাকার পর স্থানীয় সময় শুক্রবার এটিকে মুক্তি দেওয়া হয়।
ক্ল্যাম বারের মালিক বাটচ ইয়ামালি বলেন, ‘জাতীয় লবস্টার সপ্তাহ উপলক্ষ্যে গলদা চিংড়িটিকে আটলান্টিক বিচ রীফে তার নতুন আবাসস্থলে দিয়ে আসা হয়। ’
তিনি বলেন, ‘লুই এখানে প্রায় ২০ বছর ধরে আছে। এটি অন্য সব চিংড়ির চেয়ে অনেক পুরনো। এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এর চলে যাওয়া যুগপথ আনন্দ ও দুঃখের। ’
ইয়ামালি আরও বলেন, গত সপ্তাহেই বাবা দিবস উপলক্ষ্যে ডিনারের জন্য এক হাজার মার্কিন ডলারের বিনিময়ে লুইকে কিনতে চেয়েছিল একজন। তিনি বিভিন্নভাবে আমাকে বোঝাতে চাইছিলেন যে এটি একটি মজাদার ভোজ হবে। কিন্তু এটি আমার পোষা প্রাণীর মত। আমি কিছুতেই এটি বিক্রি করতে পারি না। ’
এত বছর বন্দিদশায় থেকেও লুই আরো অনেকদিন বেঁচে থাকতে পারবে এমন আশাই করছেন বিশেষজ্ঞরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন