২২ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছামতি নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর লাশ মিলল ঢাকার মিরপুর আইডিয়াল স্কুলের ছাত্রী মুনিয়া আক্তারের। রবিবার দুপুরে তার লাশ ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়। এর পূর্বে শনিবার সে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনা সত্যতা স্বীকার করে শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রর ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, মুনিয়া আক্তার (১৭) এবং তার বড় বোন প্রিয়াংকা আক্তার (২০) ৩-৪ দিন আগে চিত্রকোর্ট ইউনিয়নের কমলপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুর ১টার দিকে তারা দুই বোন, তাদের খালু আফসার উদ্দিন এবং এক খালাতো বোন ইছামতি নদীতে গোসল করতে গেলে সবার অলক্ষে মুনিয়া পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরিদল এসে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ মুনিয়াকে উদ্ধার করতে পারেনি। আজ রবিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে মুনিয়ার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে।
মুনিয়া ঢাকার মিরপুর ৬ এর বাসিন্দা আরিফ মল্লিকের মেয়ে। এ বছর সে মিরপুর আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন