২২ ঘণ্টা পর নিভল আফিল পেপার মিলের আগুন
মুন্সীগঞ্জের আফিল পেপার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ২২ ঘণ্টা পর। আজ শুক্রবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আফিল পেপার মিলে আগুন লাগে।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ছয়জন কর্মীসহ ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। মালিকপক্ষ দাবি করেছে, প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিলে আগুন দেখতে পান শ্রমিকরা। দাহ্য পদার্থ আর বাতাস থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে মুন্সীগঞ্জ, ডেমরা, নারায়ণগঞ্জ বন্দর, আজমজী, দাউদকান্দি, মাধবদী, আড়াইহাজার ফায়ার সার্ভিসের আরো ১১টি ইউনিটসহ মোট তেরটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। তবে মিলটির ভেতরে স্তূপ করা কাগজ আর রাতে অন্ধকারে কাজ করতে গিয়ে বেগ পেতে হয় তাদের।
ঢাকা জোনের ফায়ার সার্ভিসের উপপরিচালক সমেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ছয়জন কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (জিএম) আকমল হায়দায় বিপ্লব জানান, ফায়ার সার্ভিসের চরম অব্যবস্থাপনার জন্যই আগুন নেভাতে দেরি হয়েছে। তা না হলে আগুন আরো দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। মিলটির উৎপাদনশীল তিনটি ইউনিটই সম্পূর্ণ পুড়ে প্রায় ১৫০ কেটি টাকার ক্ষতি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন