২৩ এপ্রিল আসছে পোলিওর নতুন টিকা

চুয়াডাঙ্গা: বিগত ২০০৬ সালে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু পার্শ্ববর্তী পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও রোগীর অস্থিত্ব থাকায় ঝুঁকি থেকেই যাচ্ছে। এজন্য আগামী ২৩ এপ্রিলকে জাতীয় সুইচ দিবস ঘোষণা করে আনা হচ্ছে পোলিওর নতুন টিকা।
শিশুদের এখন থেকে আরও আধুনিক ও উন্নত বাই-ভ্যালেন্ট বা বি-ওপিভি টিকা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতোদিন ট্রাই-ভ্যালেন্ট বা টি-ওপিভি টিকা দেশে প্রচলিত ছিল। সরকারি-বেসরকারি কোনো পর্যায়ে টি-ওপিভি টিকা ব্যবহার হবে না।
জাতীয় সুইচ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় চুয়াডাঙ্গা অঞ্চলে টি-ওপিভি টিকার বদলে পোলিওর জন্য বি-ওপিভি টিকা ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বিত টিকাদান প্রকল্পের আঞ্চলিক প্রতিনিধি ডা. সৈয়দ আহসান রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উল হক, সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. মাহাবুবুর রহমান মিলন। জেলা সমন্বয় কমিটির সদস্য, সংশ্লিষ্ট টিকাদান কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, পোলিও রোগের টাইপ-২ ভাইরাস থেকে তৈরি করা হয় টাইপ-২ টিকা। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর বিশ্ব থেকে টাইপ-২ পোলিও নির্মূল হয়েছে। কাজেই ওপিভি টিকায় টাইপ-২ ভাইরাসটি রাখার কোনো যৌক্তিকতা নেই। এর প্রেক্ষিতে সব ওপিভি ব্যবহারকারী দেশ সমন্বিতভাবে চলতি এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে টি-ওপিভি টিকার ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে তার পরিবর্তে বাই-ভ্যালেন্ট টিকা ব্যবহার শুরু করবে। একটি নির্দিষ্ট দিনে মাঠ পর্যায় থেকে সকল টি-ওপিভি প্রত্যাহার করা হবে। এর পরিবর্তে আধুনিক বি-ওপিভি পোলিও প্রতিরোধে ব্যবহার শুরু হবে। একইসঙ্গে ২০১৬ সালের ৭ মে পালন করা হবে জাতীয় ভ্যালিডেশন দিবস।
দিনব্যাপী কর্মশালার সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইপিআইযের সুপারিনটেন্ড মো. আশরাফুজ্জামান।
এই সংক্রান্ত আরো সংবাদ

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন