রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৩ বছর পর বাবা-ছেলের সাক্ষাৎ, তারপর যা ঘটল তা অপ্রত্যাশিত

বাবা-ছেলের সম্পর্কের এমন পরিণতি খুব একটা শোনা যায় না। জেলে থাকা বাবার সামনে এমন পরিস্থিতি তৈরি হবে তা কেউই ভাবতে পারেনি।

এটা ছিল এক অপূর্ব মিলনের মুহূর্ত। ৪ মাস বয়সে দেখা বাবাকে খেয়াল করাটা যে কোনও সন্তানের পক্ষেই অসম্ভব। এমন সন্তান যদি ২৩ বছর পরে বাবাকে দেখতে পায় তাহলে সেই সন্তানের আনন্দানুভূতিটা ভালমতোই বোঝা যায়। ঠিক এরকমই হয়েছিল মুম্বইয়ের বছর ২৪-এর যুবক সাজিদ মাকওয়ানার। হাসান যখন জেলে গিয়েছিলেন তথন তাঁর সন্তান সাজিদের বয়স ছিল ৪। এরপর ২৩ বছরে আর কখনও ছেলের সঙ্গে দেখা হয়নি। ফলে, স্বাভাবিকভাবেই সন্তানকে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন হাসান। সাজিদও কম যান না। মুম্বইয়ের আন্ধেরিতে একটি মোটর ড্রাইভিং-এর স্কুল চালাতেন তিনি। প্রেমিকাকে বলেছিলেন বাবা জেল থেকে ছাড়া পেলেই তাঁরা বিয়ে করবেন।

বাবার ছাড়া পাওয়ার কথায় বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ের কালাম্বা সেন্ট্রাল প্রিজনের সামনে চলে গিয়েছিলেন সাজিদ। ছেলের সঙ্গে দেখা হবে বলে
চরম উত্তেজিত ছিলেন হাসানও। যখন জেলে গিয়েছিলেন, সেটা ছিল ১৯৯৬ সাল। এর মধ্যে বিভিন্ন জেলে তাঁকে ঘোরানো হয়। শেষে ছিলেন কালাম্বা সেন্ট্রাল প্রিজনে। জেলের গেট পেরতেই হাসান দেখতে পান তাঁর ছেলেকে। ছুটে গিয়ে ছেলেকে ধরতে যান, কিন্তু, তখনই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবাকে দেখার আনন্দে মুখ ভরা হাসিতে উজ্জ্বল হয়ে ওঠেছিলেন সাজিদ। নিঃশব্দে কাঁদছিলেন তিনি। হাসানও আপ্লুত। এই পরিস্থিতিতে বাবার সামনেই বুক ধরে মাটিতে বসে পড়েন সাজিদ। জানান, বুকে প্রবল যন্ত্রণা হচ্ছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় সাজিদের। হতভম্ভ হাসানের তখন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। যে ছেলেকে সামনে পেলে আদরে আদরে ভরিয়ে দেবেন বলে ২৩ বছর ধরে ভালবাসার জাল বুনেছিলেন, তার এ কী পরিণতি? চিকিৎসকরা জানান, অত্যাধিক আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন সাজিদ। যার জেরে হৃদরোগে আক্রান্ত তিনি।

জানা গিয়েছে, ১৯৭৭ সালে বচসা এবং হাতাহাতির জেরে সাজিদের বাবা হাসানের হাতে একজনের মৃত্যু হয়। ঘটনায় গ্রেফতার হন হাসান। মুম্বই আদালত তাঁকে যাবজ্জীবনের সাজা দেন। বম্বে হাইকোর্ট থেকে ১৯৮১ সালে জামিন পান। কিন্তু, ১৯৯৬ সালে বম্বে হাইকোর্ট হাসানের সাজা বহাল রাখে। এর জন্য জেলে যেতে হয় হাসানকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ