২৪ ঘণ্টা সন্ত্রাসের তথ্য জানতে সেল হচ্ছে : মন্ত্রী

সারা দেশে ২৪ ঘণ্টা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে একটি সেল খোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।
সেল গঠনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনাও আছে।’
এদিন সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে ঐকমত্য হয়েছে বলেও মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যেসব খুনের ঘটনা ঘটেছে, তার একটি বড় তালিকা বৈঠকে বার্নিকাট দিয়েছেন। তাঁদের দেশে আমাদের যাঁরা মারা গেছেন, তাঁদের একটি তালিকা আমরা তাঁকে দিয়েছি।’ তিনি বলেন, ‘তালিকা দেওয়ার পর বার্নিকাট বাংলাদেশে আইএস উপস্থিতির কথা বললে তার জবাবে বলেছি, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই। যেসব ঘটনা ঘটছে, সেগুলো অভ্যন্তরীণ অপরাধী। এদের সঙ্গে আন্তর্জাতিক কোনো যোগসূত্র নেই।’
গত সোমবার রাজধানীর কলাবাগানে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে লেখক-ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, নীলাদ্রি চট্টপাধ্যায়, অনন্ত বিজয় দাশ, নাজিমুদ্দিনসহ বেশ কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন