২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতিসংঘে

আন্তর্জাতিকভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে, গতকাল সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার আগে, গত ১১ মার্চ জাতীয় সংসদেও ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিলো। মন্ত্রিসভা ও সংসদ অধিবেশনে ‘গণহত্যা দিবস’ প্রস্তাব গৃহীত হওয়ার পরপরই আন্তর্জাতিক ভাবে পালনের জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠানো হলো।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য ২৫ মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত একটি দিবস হিসবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।’
প্রস্তাব অনুমোদনের পর পররাষ্ট্র মন্ত্রাণালয় কাজ শুরু করে দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব যোগ করেন, ‘জাতিসংঘে এ সংক্রান্ত একটি সংস্থা রয়েছে। তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন