২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতিসংঘে
আন্তর্জাতিকভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে, গতকাল সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার আগে, গত ১১ মার্চ জাতীয় সংসদেও ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিলো। মন্ত্রিসভা ও সংসদ অধিবেশনে ‘গণহত্যা দিবস’ প্রস্তাব গৃহীত হওয়ার পরপরই আন্তর্জাতিক ভাবে পালনের জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠানো হলো।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য ২৫ মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত একটি দিবস হিসবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।’
প্রস্তাব অনুমোদনের পর পররাষ্ট্র মন্ত্রাণালয় কাজ শুরু করে দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব যোগ করেন, ‘জাতিসংঘে এ সংক্রান্ত একটি সংস্থা রয়েছে। তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন