২ জনের হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয়ের লাশ উদ্ধার!
জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজের পূর্বপাশের একটি কলার বাগান থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কাটাখালি ব্রিজের হাওয়াখানা নামক এলাকায় বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় দুই জনের লাশ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৩০ ও ৪৫ বছর। দুজনের পরনে ছিল প্যান্ট ও শার্ট। তাদের পকেটে গরু বেচা-কেনার কয়েকটি রশিদ পাওয়া যায়। রশিদগুলো লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটের ছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে তারা দুজনই গরুর ব্যবসা করতেন। তাদের হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো ছিল। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, ধারাণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদেরকে শ্বাসরোধে হত্যা করে গরু ও টাকা ছিনতাইয়ের পর লাশ ফেলে গেছে। লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াও চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন