২ জন আটকঃ বান্দরবানের রুমার গহীন অরন্যে আফিম বাগান ধ্বংস
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার গহীন পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে (আফিম) বাগানের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। এর সাথে জড়িত থাকার অপরাধের ক্য অং প্রু মারমা (৪৫) ও উথুয়াই চিং মারমা (২৫) নামে দুজন আফিম চাষিকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বাচাডেউ পাড়ার পাহাড়ি ঝিড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে এই দুটি বাগানের সন্ধান পাওয়া গেছে।
আটক কৃতদের বাড়ি বাচাডেউ পাড়া এলাকায় বলে সেনা সূত্র জানিয়েছেন। সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ব্রিগেড মেজর মোঃ তৌহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুমা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫০ শতকের দুটি আফিম বাগান ধ্বংস করেছেন এতদিন সাংঙ্গুু রিজার্ভ এলাকায় পাহাড়িরা লাভ জনক আফিমের চাষ করে থাকে বলে জানা গেছে। কিন্তু এইবারে রুমা সদরের কাছেই এই বাগানের সন্ধান পাওয়ার ঘটনাটি প্রথম ঘটেছে।
ওই এলাকায় আরো আফিম বাগান থাকতে পারে এই সন্দেহের ভিত্তিতে রুমা উপজেলার গহীন পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
আফিম চাষ কেন করে? আফিম চাষ লাভ জনক হওয়ায় বান্দরবানের দুর্গম এলাকার পাহাড়িরা জুম চাষের আড়ালে নিষিদ্ধ এই আফিম চাষ করে থাকেন। প্রতি বছরই নিরাপত্তা বাহিনী অভিযানে আফিম বাগান ধ্বংস করলেও পাশ্ববর্তী দেশগুলোতে ব্যাপক চাহিদা থাকায় এর চাষ এখনো পুরোপুরি বন্ধ করা যাচ্ছে ন্#া
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন