৩টি কারণে মেয়েরা শিবের মতো স্বামী চান, ছেলেদের মধ্যে কী দেখলে শিবের মতো মনে হয়?
সব মেয়েরই স্বপ্নে থাকে আদর্শ স্বামী। শুধু মেয়েরাই নয়, তাদের অভিভাবকরাও চায়, যেন মনের মতো জামাই পায় মেয়ে। মনের মতো মানেটা ঠিক কী? কী কী গুণ থাকতে হবে সেই হবু জামাইয়ের? মায়েদের কাছে প্রশ্ন করা হলে তাঁরা বলবেন, সে যেন মেয়েকে ভালবাসে। মেয়ের খেয়াল রাখে। মেয়ের যত্ন নেয়, সম্মান করে। তার অনুভূতিকে যথাযত মূল্য দেয়। আর যে চাহিদার কথা কোনও মা মুখ ফুটে বলবেন না, সেটা হল— শিবের মতো জামাই যেন মেয়ের কথা শুনে চলে।
এত সব চাহিদা কি আর পূর্ণ হয়? তবু মেয়েরা ঈশ্বরের কাছে স্বামী চাইলেই সব সময়ে শিব ঠাকুরের মতোই চান। বাংলার গ্রাম, শহরে অবিবাহিত মেয়েদেরই তাই বেশি বেশি করে শিব ঠাকুরের ভক্ত হতে দেখা যায়। শিবরাত্রির উপবাস, শিবলিঙ্গে জল ঢালা, রাত জাগায় অংশ নিতে দেখা যায়। একটাই প্রার্থনা— ‘হে মহাদেব, যেন তোমার মতোই স্বামী পাই।’
এই শিবের মতো স্বামী ঠিক কেমন?
১) মহাদেব শিব শান্ত স্বভাবের। আবার তিনি রেগে গেলে প্রলয় ঘটাতে পারেন। মেয়েরাও এমনই বর পছন্দ করেন। শান্ত হবে আবার সঠিক জায়গায় প্রতিবাদ করবে।
২) শিব শান্ত হলেও সাহসী। আর তাই সাহসী পুরুষের প্রতীকই হলেন শিব। মনে রাখবেন, ভীতু ছেলেদের একেবারেই পছন্দ করে না মেয়েরা।
৩) স্ত্রীর প্রতি ভালবাসা কাকে বলে, তা দেখিয়েছেন মহাদেব। পুরাণের বিভিন্ন কাহিনিতেই তার পরিচয় পাওয়া যায়। এটা যে সব মেয়েরই স্বপ্ন— স্বামীর ভালবাসা।
শেষে একটা বিষয় মনে রাখা দরকার। শ্মশানবাসী শিবের সঙ্গে গাঁজা-সিদ্ধি-নন্দি-ভৃঙ্গীরও যোগ রয়েছে। তা বলে এগুলিও শিবের মতো বরের কাছে মেয়েরা আশা করে এমনটা ভাবা মোটেও ঠিক নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন