৩১ পার্ক-খেলার মাঠ উন্মুক্ত হবে আগামী বছর : সাঈদ খোকন

আগামী বছরের মধ্যে রাজধানীর ৩১টি পার্ক ও খেলার মাঠকে আন্তর্জাতিক মানে তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
আজ সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে আয়োজিত ৩১টি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন পরিকল্পনা চূড়ান্তকরণে মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, নাগরিকদের চাহিদা অনুযায়ী ব্যবহার উপযোগী করে তোলার স্বার্থে সার্বিক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ৭০ জন পরিকল্পনাবিদ ১৩টি পরামর্শক প্রতিষ্ঠানের উন্নয়নের খসড়া, ভাবনা, ডিজাইন ও নকশা উপস্থাপন করেন।
সভায় বক্তারা পার্ক দখলমুক্ত করে বসার সুবিধা বৃদ্ধি, ফল ও ফুলের গাছ লাগানো, ব্যায়ামাগার, পাঠাগার, টয়লেট ও অস্থায়ী খাবারের দোকান বৃদ্ধিসহ নানা পরামর্শ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন