শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩ দিন পর দেয়াল ভেঙে শিশু উদ্ধার!

তিনদিন আটকে থাকলেও কেউ শিশুটির কান্না স্পষ্ট ‍বুঝতে পারেনি। প্রতিবেশীরা তার কান্নাকে কোনো প্রাণির ডাক মনে করেছিল।

দেয়ালের ফাঁকে আটকা পড়েছিল শিশুটি। তিনদিন ধরে আহাজারি করলেও কেউ সাহায্যে করতে এগিয়ে যায়নি। তিনদিন পেরিয়ে গেলে এক নারী ওই শিশুটির কান্নার শব্দ শুনে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। নাইজেরিয়ার ওনডো রাজ্যের এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড় তুলেছে।

হতভাগ্য ওই শিশুটির নাম আডুরাগবেমি সাকা। ঘটনার দিন সে তার দাদির সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে শিশুটি বাড়ির পাশের দেয়াল ও তৎসংলগ্ন কফি শপের কাছে খেলা করছিল। দুর্ঘটনাবশত বাড়ি ও কফি শপের দেয়ালের মাঝে পড়ে যায় সে।

বিপদ টের পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার জোড়ে শিশুটি। কিন্তু কেউ তার ডাক স্পষ্টভাবে শুনতে পায়নি। প্রতিবেশীরা ভেবেছে হয়তো কুকুর বা অন্য কোনো প্রাণি সেখানে ডাকাডাকি করছে। তাই তারা বিষয়টি এড়িয়ে যান।

শিশুটিকে উদ্ধারের পর গোসল করানো হচ্ছে।

প্রায় তিনদিন ধরে একই শব্দ ভেসে আসলে এক নারীর সন্দেহ হয়। তিনি স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সেই কফি শপের দেয়াল ভেঙে শিশুটিকে জীবিত উদ্ধার করে।

শিশুটির প্রতিবেশী ফেলিসিয়া ওলানিয়ি জানান, শিশুটি তার দাদির সাথে থাকত। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। তিনদিন হয়ে গেলেও যখন সে বাড়ি ফেরেনি, তখন চিন্তার পড়েন শিশুটির দাদি। এখানে সেখানে খোঁজাখুঁজি শুরু করেন বৃদ্ধা।

ফেলিসিয়া ওলানিয়ি বলেন, ‘আমি একদিন সেই দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময় কান্নার আওয়াজ শুনতে পাই। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করি। কিন্তু তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। পরে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেয়াল ভেঙে শিশুটিকে উদ্ধার করে।’

পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার দাদির কাছে ফিরিয়ে দিয়েছে। তিনদিন দেয়ালের ফাঁকে আটকে থেকেও সুস্থ আছে শিশুটি। তবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ