৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। ৯ গোল হজম করে মাঠ ছাড়ে তারা।
তবে পরের ম্যাচে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ এর মূলপর্বে খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এই টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধে তিনটি গোল হলেও দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষত রেখেছে কৃষ্ণা-সানজিদারা। তিন গোল হজম করলেও টুর্নামেন্টের বর্তমান রানার-আপ জাপানের সঙ্গে বেশ লড়াই করেছে বাংলাদেশের কিশোরীরা।
বৃহস্পতিবার থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে জাপানের তোমোকো তানাকা গোল করে এগিয়ে নেন দলকে। ১৮ মিনিটের মাথায় গোল শোধ দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু মাশুরা পারভীনের নেওয়া হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন জাপানের রক্ষণভাগের এক খেলোয়াড়। ম্যাচের ৩১ মিনিটে জাপানের মোয়ি নাকায়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটের মাথায় মোয়ি নাকায়ে নিজের জোড়া গোল পূর্ণ করলেও জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
অবশ্য এরপর আর বাংলাদেশের জালের নাগাল পায়নি জাপানের মেয়েরা। বাকি সময় বাংলাদেশের জাল অক্ষত রাখেন গোলরক্ষক মাহমুদা আক্তার।
প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন