৪৮ হলে শাকিব-পাওলির ‘সত্তা’
আজ থেকে সারা দেশে চলছে শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ ছবিটি। ছবিটির পরিচালনায় হাসিবুর রেজা কল্লোল এবং প্রযোজনায় রয়েছেন সোহানী হোসেন। সারা দেশে ৪৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক।
পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘আজ বেলা ১১টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শক উৎসাহ নিয়ে ছবিটি দেখছেন। আমার ভালো লাগছে যে এমন একটি ছবি আমি তাদের উপহার দিতে পেরেছি। একটি উপন্যাস থেকে গল্প নিয়ে আমি মৌলিক গল্পের এই ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস ছিল, ছবিটি দর্শক পছন্দ করবেন। আজ ৪৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ পর্দায় নিজের দেশের কৃষ্টি-কালচার দেখতে চায়, নিজেদের গল্পের ছবি দেখতে চায়। নির্মাতা হিসেবে আমি চেষ্টা করেছি। এখন দর্শকদের ভালোবাসা পেলে নিজেকে সার্থক মনে করব।’
প্রযোজক সোহানী হোসেন বলেন, ‘আমার একটি উপন্যাস নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। আমি শুধু প্রযোজক নই, আমার নিজের সিনেমা হল আছে। আমি চলচ্চিত্রে ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। আমি চলচ্চিত্রের উত্থান-পতন দেখেছি। বাংলাদেশের মানুষ টিভির ভিনদেশি ছবি পছন্দ করলেও সিনেমা হলে নিজের দেশের ছবি দেখতে চান। সেই থেকে আমি এই ছবি নির্মাণ করেছি। দর্শক যদি নিজের দেশের চলচ্চিত্রকে প্রাধান্য দেন, তাহলে পরবর্তিতে আরো ছবি উপহার দেবো।’
২০১৪ সালের ১৬ নভেম্বর এফডিসিতে মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। শিডিউল জটিলতা কাটিয়ে ২০১৬ সালের শেষ দিকে ছবির কাজ শেষ হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন