মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪ দিনেই মোহালি টেস্ট জিতে নিল ভারত

ক্রিকেট বিশ্বের ‘মোড়ল’ ইংলিশদের এমন করুণ পরিণতি হবে তা অনুমান করেছিলেন অনেকেই। কারণ বিরাট কোহলির ভারত এখন আকাশে উড়ছে। তারই ধারাবাহিকতায় মোহালি টেস্ট ৪ দিনেই জিতে নিল ভারত। কুক বাহিনীর ব্যাটিং ব্যর্থতায় নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। আঙুলের চোট নিয়ে ৮ নম্বরে নেমে দারুণ লড়াই করলেও ম্যাচ শেষ দিনে নিতে পারেননি তরুণ ইংলিশ ব্যাটসম্যান হাসিব হামিদ।

মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ৪ উইকেটে ৭৮ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। কোনো রান যোগ করার আগেই ফিরে যান নাইটওয়াচম্যান গ্যারেথ ব্যাটি। বেন ডাকেটের বদলে দলে ফেরা জস বাটলারও পারেননি নিজের ইনিংস বড় করতে। ইনিংস উদ্বোধন করতে নামা জো রুট হামিদের সঙ্গে ৪৫ রানের জুটিতে ভারতের আবার ব্যাটিংয়ে নামা নিশ্চিত করেন। ৬টি চারে ৭৮ রান করে রুটের বিদায়ের পর হামিদের সঙ্গে জুটি বাধেন ওকস। দুজনে মিলে ৪৩ রানের জুটি বাঁধেন।

এরপর জোড়া আঘাতে ওকস ও আদিল রশিদকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। ১১ নম্বর ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন ক্রিজে আসার সময় ১২৭ বলে ২৩ রানে ব্যাট করছিলেন হামিদ। শেষ জুটি গড়ার আগ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকেন পেইন কিলার নিয়ে মাঠে নামা এই তরুণ। শুরুতে শামির ওপর চড়াও হন তিনি। পরে রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজাদেরও ছাড়েননি তিনি। স্লগ সুইপে ছক্কায় ১৪৭ বলে পৌঁছান অর্ধশতকে। দ্বিতীয় রান নিতে গিয়ে অ্যান্ডারসন রান আউট হওয়ার সময় হামিদ অপরাজিত ছিলেন ৫৯ রানে।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ২৩৬ রানে গুটিয়ে দিতে ৮১ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার অশ্বিন। দুটি করে উইকেট নেন জয়ন্ত যাদব, শামি ও ম্যাচ সেরা জাদেজা।

১০৩ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই মুরালি বিজয়কে হারায় ভারত। রানের খাতা খোলার আগেই ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে ক্যাচ দেন বিজয়। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে পার্থিব প্যাটেলের ৮১ রানের জুটি ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যান। চারটি চার ২৫ রান করে ফিরে যান পুজারা।

অধিনায়ক কোহলিকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন দীর্ঘ ৮ বছর পর টেস্ট খেলতে নামা পার্থিব প্যাটেল। টি-টোয়েন্টি মেজাজে খেলা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৫৪ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৬৭ রানে। ম্যাচসেরা হন রবীন্দ্র জাদেজা।

এই টেস্ট জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে চতুর্থ টেস্ট। তবে হাসিব হামিদের ভারত সফরের এখানেই ইতি। তার আঙ্গুলে অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি