৫ম শ্রেনীর ছাত্রী নুপুর যেভাবে রক্ষা পেল

নুপুর ১৪ বছর বয়সের এক চপলা চঞ্চলা কিশোরী কণ্যা।মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। ক্লাসের ফাঁকে বান্ধবীদের সাথে গল্পের আসর আর ছুটি শেষে গ্রামের মেঠো পথ ধরে হুড়োহুড়ি, নাচানাচি শেষে সেদিন বাড়ী ফিরছিল। স্কুল থেকে ফেরার আনন্দ না ফুরাতেই পথিমধ্যে শুনতে পেল তাদের বাড়ীতে আজ অনেক মেহমান আসবে। মেহমান আসার কথা শুনে নুপুর বরাবরের মতই আনন্দের জোয়ারে ভেসে বেড়াতে লাগল।
তারপর সন্ধ্যা শেষে রাতের অন্ধকার যখন ঘনিভূত তখন নুপুরের মা খালা সবাই মিলে নুপুরকে একটি লাল কাপড় পরিয়ে দিয়ে বলল ‘আজ তোর বিয়ে’। নুপুর কিছুই বুঝতে পারেনি। মুচকি হেঁসে চুপ থাকল। লাল শাড়ীতে নিজেকে আয়নায় দেখে বেশ সুন্দর লাগছিল। আয়নায় দাড়িয়ে নিজের সৌন্দর্য় দেখতে দেখতে হঠাৎ কেউ একজন এসে ডাক দিল ‘নুপুর বের হয়ে আয়, বর এসেছে’। তারপর নগ্ন বাড়ীর উঠোনে একদম অচেনা অজানা কিছু লোক।
নুপুর বিদেশ প্রবাসী রমজান হোসেন ও মরিয়ম বেগমের একমাত্র কন্যা। গত ২৪ আগস্ট ২০১৫ রোজ সোমবার নুপুরের বিয়ের আয়োজন চলছিল। খালা নাজনিনের প্ররোচনায় নুপুরের মা নারায়ণগঞ্জের বৈখর এলাকার বাসিন্দা মোঃ রিপন মিয়া (৩৪) এর সাথে বিবাহ ঠিক করেন। সেদিন স্থানীয় এক যুবক ঘটনাটি জানতে পেরে স্থানীয় কমিউনিটি বেতার ‘রেডিও বিক্রমপুর’কে অবহিত করেন। রেডিও প্রতিনিধি বিষয়টি স্থানীয় প্রসাশন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। অত:পর নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রম্যমান আদালত হাজির হয় নুপুরের লাল শাড়ী পরার আয়োজনে এবং সকলের উপস্থিতিতে বন্ধ করে দেন নুপুরের জীবননাশী বাল্য বিয়ের উৎসব আয়োজন।
বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য কিশোরীর বাল্য বিবাহ হতে চলেছে। গ্রামের একজন সচেতন যুবক একজন নুপুরের জীবন কেন! এরকম হাজার নুপুরের পথ চলা করে দিতে পারে মসৃন, শংকাময়। যে যুবকটি উদ্যোগ নিয়েছিল সেদিন….তাকে স্যালুট জানাই। আমাদের সকলের উচিত তাকে তার এরুপ ভালো একটি কাজ করার জন্য সম্মান দেখানো। আর যে প্রতিষ্ঠানগুলো উদ্যোগের অংশীদার তাদেরও মোবাকরবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন