বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫১ লাখের লটারি জেতার পর বাড়িতে কালোবাজারিদের অদ্ভূত কাণ্ড

সারা ভারত যখন নগদ টাকার সমস্যায় জর্জরিত, তখন রাতারাতি লটারি জিতে অন্য সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের মালদার এক ক্ষুদ্র ব্যবসায়ী। সিকিম লটারির প্রথম পুরস্কার ৫১ লাখ টাকা জেতার পরই ওই ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে রাতারাতি লাইন পড়ে গেছে কালো টাকার কালোবাজারিদের।

কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, দ্বিগুণ দাম দিয়ে কিনে নেবেন ওই লটারির টিকিটটি। আবার কেউ তিনগুণ দাম দিতেও পিছুপা নন। কিন্তু লটারিতে জেতা সাদা টাকাকে বিপুল কালো টাকার বিনিময়ে হস্তান্তর না করতে দৃঢ়প্রতিজ্ঞ ওই ক্ষুদ্র ব্যবসায়ী ভীমপ্রসাদ সাহা (‌৫০)‌।

অবিবাহিত ভীমপ্রসাদ রাতারাতি ভিআইপি হয়ে গেছেন তার পরিবারে এবং পাড়ায়। তিনি বলেন, আমি আমার পরিবারের সদস্যদের জন্য ওই টাকা খরচ করতে চাই। ইচ্ছা আছে গরিব মানুষের জন্য কিছু করার। শনিবার বিকেলে সিকিম রাজ্য লটারির টিকিট কিনেছিলেন মালদা শহরের বিনয় সরকার রোডের বেলতলা এলাকার বাসিন্দা ভীমপ্রসাদ সাহা।

২১২০ টাকা দিয়ে লটারি বিক্রেতা প্রভাস দাসের কাছ থেকে সিকিম রাজ্য লটারির বেশ কয়েকটি টিকিট কেনেন ভীমপ্রসাদ। খেলা ছিল ১২ নভেম্বর বিকেলে।

সন্ধ্যায় ভীমপ্রসাদের কাছে ছুটে যান লটারি বিক্রেতা প্রভাস দাস। তিনি জানিয়ে দেন, বিরাট অঙ্কের প্রথম পুরস্কার পেয়েছেন। খবরটা শুনে প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন লটারি বিজেতা। নানা মহল থেকে খবর পাচ্ছিলেন নোট বাতিলের পর রিজার্ভ ব্যাংকের আইন অনুযায়ী ওই টাকা খরচ করতে পারবেন না তিনি!‌ দুশ্চিন্তায় ভীমপ্রসাদ ছুটে বেড়ান কখনো লটারির ডিস্ট্রিবিউটরদের কাছে, কখনো প্রশাসনের কর্মকর্তাদের কাছে।

শেষ পর্যন্ত জানতে পারেন, লটারিতে পাওয়া ৫১ লাখ টাকার পুরোটাই সাদা টাকা। কারণ, ওই টাকা থেকে আয়কর কেটে নেয়ার পরই তার অ্যাকাউন্টে জমা পড়বে পুরস্কারের বাকি অর্থ। ফলে ওই টাকা নিয়ে চিন্তার কিছু নেই। রাত বাড়তে না বাড়তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে লটারিতে ৫১ লাখ টাকা জেতার খবর।

ভীমপ্রসাদ বলেন, কখনো ফোনে, কখনো বা কারও মাধ্যমে আমার কাছে ইতিমধ্যেই ওই লটারির টিকিট দ্বিগুণ টাকার বিনিময়ে বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে। ৫১ লাখ টাকা থেকে মোটা টাকা আয়কর হিসেবে কেটে নেবে সরকার। বাকি টাকাটা আমি পাব। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যা পেয়েছি, তার জন্য আমার ভাগ্যকেই ধন্যবাদ জানাচ্ছি। কোনোমতেই আমি কালো টাকার বিনিময়ে আমার লটারির টিকিট বিক্রি করব না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই লটারির টিকিটটি সদর মহকুমা শাসকের দপ্তরে নিয়ে গিয়ে একটি প্রশংসাপত্র নিতে হবে পুরস্কারপ্রাপক ভীমপ্রসাদ সাহাকে। তারপরই নিয়ম অনুযায়ী পুরস্কার মূল্যের ওপর আয়কর কেটে সিকিম সরকার তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে বাকি টাকা।

জেলাশাসক শরদ দ্বিবেদী জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ লটারির টাকা পেলে যতদূর জানি, সেটা টাকা হিসেবেই গণ্য হবে। আইন অনুযায়ী ওই ব্যক্তি টাকা পাবেন।‌‌‌ -আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ