৫ ধরনের হ্যান্ডশেকের মধ্যে আপনি কোনটি করেন?
আপনি অন্য মানুষের সঙ্গে দেখা হলে কোন ধরনের করমর্দন বা হ্যান্ডশেক করেন জানেন কি? বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হ্যান্ডশেক প্রচলিত রয়েছে। এসব হ্যান্ডশেকের কোনো কোনোটি বেশ মজারও বটে। এ লেখায় তুলে ধরা হলো পাঁচ ধরনের হ্যান্ডশেকের বিস্তারিত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. নিস্তেজ হ্যান্ডশেক
হ্যান্ডশেকে যদি একেবারেই কোনো জোর না থাকে, একেবারে নিস্তেজ থাকে তাহলে তা মরা মাছ হ্যান্ডশেক (ডেড ফিশ হ্যান্ডশেক) বলা হয়। আর এটি আপনার আত্মবিশ্বাসের অভাব কিংবা নার্ভাস ভাব প্রকাশ করে।
২. ঘর্মাক্ত হ্যান্ডশেক
আপনার হাত যদি কোনো কারণে ঘেমে যায় তাহলে অন্যদের সঙ্গে হ্যান্ডশেক করলে তাকে ঘর্মাক্ত হ্যান্ডশেক বলে। এ ধরনের হ্যান্ডশেকে অন্যরা বিরক্ত হতে পারে বিধায় এটি নিয়ে আগেই সতর্ক হওয়া প্রয়োজন। প্রয়োজনে একটি টিসু পেপার বা রুমালে হাত মুছে নিতে পারেন।
৩. ভিক্টোরিয়ান হ্যান্ডশেক
ভিক্টোরিয়ান হ্যান্ডশেক মূলত দুই হাতের হ্যান্ডশেক নয়, হাতে চুম্বন করা। এ পদ্ধতি বর্তমানে খুব কমই প্রচলিত।
৪. রাজনৈতিক হ্যান্ডশেক
কেউ আপনাকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলে আপনি যদি করমর্দনের পরিবর্তে তার হাতকে দুই হাতে ধরে রাখেন তাহলে তাকে রাজনৈতিক হ্যান্ডশেক বলে। এ ধরনের করমর্দনে সাধারণত উভয়ের মাঝে বন্ধুত্ব কিংবা নৈকট্য বা তা করার ইচ্ছা প্রকাশ পায়।
৫. হাড় ভাঙা হ্যান্ডশেক
অনেকেরই করমর্দন করতে গিয়ে অত্যন্ত জোরে হাতে চাপ দিয়ে ধরা অভ্যাস থাকে। এটি অপর পক্ষকে আহতও করতে পারে। এ ধরনের করমর্দনকে হাড় ভাঙা হ্যান্ডশেক বলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন