৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যা

পাবনার সুজানগরে ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমন উপজেলার মানিকহাট ইউনিয়নের কাতিয়ান গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। সে কাদোয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর ইসলাম জানান, ইমন পড়াশোনার পাশাপাশি ইঞ্জিন চালিত অটোভ্যান চালাতো।
বুধবার সন্ধ্যায় সে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয়। এরপর শুটকার মোড় থেকে যাত্রী নিয়ে রায়পুর যায়। রায়পুর থেকে কয়েকজন যাত্রী তার ভ্যান ভাড়া করে।
এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ভিটবিলা নামক স্থানে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ইমনের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে ইমনকে শ্বাসরোধে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন