৬০ বছরের বৃদ্ধ ইমাম বিয়ে করলেন ৬ বছরের শিশুকে, তোলপাড় সামাজিক মাধ্যম..!
৬০ বছরের বৃদ্ধের ছয় বছরের শিশুকে বিয়ের ঘটনা নতুন করে আতঙ্কিত করেছে আফগানিস্তানের শিশু অধিকার কর্মীদের৷ অবৈধ হলেও এ ধরনের বিয়ের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যার কঠোর বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠগুলো৷
যে ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় আফগানিস্তানের ৬০ বছরের ইমাম করিম বিয়ে করেছেন ছয় বছরের ছোট্ট মেয়েটিকে৷ মেয়েটি ভিডিওতে কাঁদছে, মেয়েটির বাবাও সেখানে উপস্থিত৷ কিন্তু বোঝা যায় বাবাকেও ভীষণ ভয় পায় সে৷
প্রথমে মেয়েটির পরিবার দাবি করেছিল যে করিম মেয়েটিকে এক মাস আগে অপহরণ করে বিয়ে করেছে৷ তবে পরে তদন্তে দেখা গেছে একটি ছাগল এবং কিছু অর্থের বিনিময়ে মেয়েটিকে ইমামের কাছে বিক্রি করেছে মেয়েটির বাবা৷ শিশু নির্যাতনের দায়ে বর্তমানে করিম এবং মেয়েটির বাবা দু’জনই পুলিশ হেফাজতে আছে৷ আর মেয়েটিকে রাখা হয়েছে একটি সেফ হোমে৷
বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, আফগানিস্তানের গ্রামগুলোতে বাল্যবিবাহের ঘটনা প্রায়ই ঘটে৷ ২০১২ সালের জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে, আফগানিস্তানসহ ৪১ টি দেশে শতকরা ৩০ ভাগেরও বেশি মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে হয়৷ আর আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, সেখানে শতকরা ২১ ভাগ মেয়ের বিয়ে হয় ১৫ বছরের আগে৷
আফগানিস্তানে মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৫ থেকে ১৬ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ১৮৷ কিন্তু দারিদ্রের কারণে মেয়েদের পরিবার অর্থের বিনিময়ে তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
আফগানিস্তানের এক শিশু অধিকার কর্মী ডয়চে ভেলেকে জানিয়েছেন, গত কয়েক বছরে বাল্যবিবাহের ঘটনা বেড়েই চলেছে৷ আর এর বেশিরভাগ ঘটনাতেই দেখা যায় স্থানীয় ইমামরা একাধিক শিশুকে বিয়ে করে৷ বিনিময়ে মেয়ের বাবা-মা কে অর্থ দেয়৷
আফগানিস্তানের অপরাধ আইন অনুযায়ী, ইমাম করিম অপরাধী সাব্যস্ত হলে মাত্র দু’বছরের কারাভোগ করতে হবে তাকে৷ শিশু অধিকার কর্মীরা বরাবরই এ ধরনের অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন৷ বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার যেহেতু অর্থের বিনিময়ে মেয়েটির বিয়ে দেয়, তাই পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করার ঘটনা তোমন একটা ঘটে না৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন