৭১ লাখ টাকার চাকরি পেলেন ২২ বছরের ছাত্র সিদ্ধার্থ!

বছরে প্রায় ৭১ লাখ টাকা আয় করার সুযোগ পেলেন দিল্লি তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ বছরের এক ছাত্র। যুক্তরাষ্ট্রের উবের সংস্থায় চাকরি পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র সিদ্ধার্থ।
সে বছরে আয় করবে প্রায় ১ লাখ ১০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭১ লাখ টাকা। বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সিদ্ধার্থ এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র যিনি আর্ন্তজাতিক ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকার চাকরির প্রস্তাব পেয়েছেন।
২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে চেতন কক্কর নামের এক ছাত্র বছরে প্রায় দেড় কোটি টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন গুগল থেকে।
সিদ্ধার্থ বলেন, ‘উবেরে আমি আমার প্রযুক্তিগত দক্ষতা দেখাতে চাই। আমার ধারণা এখানে কাজ করার পর আমার চিন্তা ভাবনা আরও প্রসারিত হবে যা ভবিষ্যতে কাজে লাগবে।’ সিদ্ধার্থের এই সাফল্যে খুব খুশি তার পরিবার। তার বাবা-মা দু’জনেই চাকুরিজীবী।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন