জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা
৭ এপ্রিল খালেদাকে বলতে হবে ‘দোষী’ না ‘নির্দোষ’
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াসহ সব আসামিকে আগামী ৭ এপ্রিল বলতে হবে তারা ‘দোষী’ না ‘নির্দোষ’।
যদি আসামিরা দোষ স্বীকার করেন, তবে বিচারক ওই দিনই তাদের দ- ঘোষণা করতে পারবেন। আর যদি নির্দোষ দাবি করে বিচার প্রাথনা করেন, তবে যুক্তিতর্কের শুনানির জন্য দিন ধার্য করবেন আদালত।
আজ বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা জেরা শেষ হওয়ার পর ৭ এপ্রিল এই আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার।
ওই দিন খালেদা জিয়াকে ‘দোষী’ না ‘নির্দোষ’ প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মামলাটির দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে কার্যক্রম শুরু হলে খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। আদালত খালেদা জিয়ার উপস্থিতির সময়ের আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল মামলায় সাক্ষীকে জেরার অনুমতি দেন।
তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে জেরা করেন আইনজীবীরা।
এর আগে গত ২ ফেব্রুয়ারি থেকে মামলার তদন্ত কর্মকর্তাকে চারটি ধার্য তারিখে খালেদা জিয়ার পক্ষে জেরা করেন আইনজীবীরা।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। তাতে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাটিতে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন