শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৮০ শতাংশ কলেজ শিক্ষকই ঢাকায় থাকতে চান

সরকারি কলেজ শিক্ষকরা বদলির ক্ষেত্রে তদবির করে রাজধানী ঢাকাতেই থাকতে চান বলে হতাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি এ বিষয়ের কঠোর সমালোচনা করে বলেন, ‘আমার কাছে এ কাজে যত লোক আসেন, তাদের ১০০ জনের মধ্যে ৮০ জনই ঢাকায় থাকতে চান। ঢাকার বাইরের ছেলেমেয়েরা কী পড়বে না?’

শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বদলির জন্য ক্ষমতাধর অনেকের কাছ থেকে অনেকে লিখিয়ে নিয়ে আসেন। কিন্তু তাদের উদ্দেশে বলছি, এখন থেকে বদলির জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। কেউ যদি এটি না করে কারো কাছ থেকে লিখিয়ে আনেন, তাহলে সেটা নেতিবাচক হিসেবে গণ্য হবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, একটি কলেজে ৩৭টি পদ আছে। কিন্তু কর্মরত আছে মাত্র ছয়জন। সবার শুধু ঢাকা ভালো লাগে।

বিভিন্ন সরকারি কলেজে শিক্ষক সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে পারছি না। কিন্তু এ মুহূর্তে যারা কর্মরত আছেন, তারাও জেলা পর্যায়ে থাকতে চান না।’

তিনি বলেন, ‘আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, আমার নিজ এলাকার কলেজেই শিক্ষক সংকট রয়েছে।’

অনুষ্ঠানে মন্ত্রী দীর্ঘ সময় ধরে পাবলিক পরীক্ষা নেওয়ারও বিপক্ষে কথা বলেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা ১০ দিনে শেষ হওয়া উচিত।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের কথা জানতে, শুনতে ও আপনাদের কাছ থেকে শিখতে চাই। শিক্ষার ও শিক্ষদের মূল লক্ষ্য হলো- জ্ঞানদানের পাশাপাশি নতুন প্রজন্মকে সঠিকভাবে লালন করে গড়ে তোলা।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

শিক্ষাসচিব বলেন, শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। শিক্ষাদানের পাশাপশি তাদের প্রাতিষ্ঠানিক নানা কাজে দক্ষতা অর্জন করতে হবে।

ফাহিমা খাতুন বলেন, ‘সবার জন্য শিক্ষার মান সমান করার লক্ষ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধ্যক্ষগণদের সঙ্গে নিয়ে এই ধরনের কর্মশালা প্রতিবছর আয়োজন করতে চাই।’

বেলা ১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এতে ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। চলবে বিকেল পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজন ও ব্যবস্থাপনায় দেশের মোট ৩২৯টি সরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মোট ২৮৯টি কলেজ, ১৪টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, চারটি সরকারি আলিয়া মাদ্রাসা, পাঁচটি এইচএসটিটিআই, একটি বিএম টিটিআই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অংশগ্রহণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার