৮ দিন পার হতে চলেছে কিন্তু এখনও জ্ঞান ফিরে আসেনি জয়পুরহাটের সেই স্কুলছাত্রীটির!
আজ (৩০ ডিসেম্বর) শুক্রবার ৮ দিন অতিবাহিত হতে চলেছে কিন্তু এখনও জ্ঞান ফিরে আসেনি মানুষরূপী নরপশুদের হাতে ধর্ষিত হওয়ার পর কুপিয়ে গুরুতর জখম হওয়া জয়পুরহাটের সেই স্কুলছাত্রীটির। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে সে।
গত ২৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাটের কালাই থানার বানদিঘী গ্রামের ১০ম শ্রেণির স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের পর কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত মেয়েটিকে উদ্ধার করে শনিবার ভোরে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গত ২৪ ডিসেম্বর রাত দেড়টার দিকে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেস্থানান্তর করা হয়।
ধর্ষণের শিকার মেয়েটির ফুপা জাকারিয়া বলেন, বুধবার সকাল থেকে আইসিইউর সামনে বসে আছি, খোদার দরবারে হাত তুলেছি, মেয়েটাকে ফিরে পাবার জন্য। কিন্তু, এখনো মেয়েটার জ্ঞান ফিরেনি। ডাক্তাররা বলছেন সে ভাল আছে, কিন্তু মন মানে না।
চিকিৎসকরা বলছেন, ‘স্ট্যাবল থাকলেও আইসিইউ থেকে বের না হওয়া পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।’
এ স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এরইমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার ৩ দিনের রিমান্ড দেন।
হাসপাতাল সূত্র বলছে, গত ২৬ ডিসেম্বর দুপুরে মেয়েটির অপারেশন হয়। তার চিকিৎসায় গত ২৮ ডিসেম্বর ঢামেকের নিউরো সার্জারি, গাইনোকোলজি, জেনারেল সার্জারি এবং ওসিসির (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) কনসালটেন্টদের নিয়ে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসায় গঠিত বোর্ড যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই চিকিৎসা চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
জয়পুরহাটে ধর্ষক সুইটের বিচার দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
স্বামীর সঙ্গে অভিমান করে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!
স্বামীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটের সদর উপজেলায় শিশু মেয়েকে নিয়েবিস্তারিত পড়ুন
শিশুর লাশ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকেবিস্তারিত পড়ুন