৯২ বছরে ৯৭ স্ত্রী, ১৮০ সন্তান, বিয়ে করতে চান আরও!
            
			নাইজেরিয়া নিবাসী এক ধর্মগুরুর বয়স ৯২ বছর। এই বয়সে তার স্ত্রী সংখ্যা ৯৭। অর্থাৎ নিজের বয়েসের তুলনায় তার স্ত্রীর সংখ্যা বেশী। আরও অবাক করা বিষয় হল এই বয়সেও তিনি আরও বিয়ে করতে চান। সেই ধর্মগুরুর মৃত্যু গুজব সামনে আসতেই এ তথ্য বেড়িয়ে এসেছে।
তার নাম মহম্মদ বেলো আবুবকর। বিদা রাজ্যের মুসলিম ধর্মগুরু তিনি। জীবনে তিনি ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনকে ডিভোর্স দিয়েছেন। এই মুহূর্তে তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭। সন্তান সংখ্যা ১৮০। একবার তাকে বহু বিবাহের জন্য জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে ফের বিয়ে করাতেই মন দেন আবুবকর।
আবুবকরের যুক্তি হল, তার যদি ক্ষমতা থাকে এবং দেখা শোনা করার সংস্থান থাকে তবে আপত্তিটা কোথায়? তার আরও যুক্তি হল, তিনি এইভাবে একটি মহৎ কাজ করছেন। এটা করার জন্যই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর তিনি এটা করেই যাবেন আমৃত্যু। সেইসঙ্গে খারিজ করে দিয়েছেন তার সব মৃত্যুর গুজব।
এই সংক্রান্ত আরো সংবাদ
	পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
	এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
	৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













