৯ পৌর নির্বাচন প্রত্যাখান করেছে বিএনপি

দেশের নয়টি পৌরসভার আসন্ন নির্বাচন প্রত্যাখান করেছেন বিএনপি।
বিএনপির সংগঠনিক সম্ম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বুধবার (২৫মে) দুপুরে সিইসি রকিবুল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রত্যাখান করে অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করে পূনঃনির্বাচনের দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। একইসঙ্গে সিএসসির পদত্যাগও দাবি করেন তিনি।
আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রায় এক ঘন্টা সিইসির সঙ্গে বৈঠক করেন। এসময় বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে ৯টি পৌর নির্বাচনে সহিংসতা, ভোট ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত অভিযোগে বলা হয়, ‘এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
পরে নির্বাচন কমিশনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘নোয়াখালী, ছাগলনাইয়া, কসবাসহ বিভিন্ন পৌর এলাকায় ভোট হয় নাই, হয়েছে বনদস্যু, জলদস্যু, সন্ত্রাসীদেও মহাউৎসব।সেখানে সাধারণ মানুষ আতঙ্কে ভোটকেন্দ্র দূরে থাক, নিজের বাড়িতেও থাকতে পারে নাই।’
তার অভিযোগ, ‘বিএনপি প্রার্থী এবং তাদের সমর্থক ভোটার এবং পোলিং এজেন্টদের পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নাই।’
তিনি বলেন, ‘বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো: শাহজাহানের ওপর কয়েকদিন আগে নোয়াখালীতে নির্বাচনী প্রচারণাকালে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ককটেল হামলা করেছে। আজও তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, বরং সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ও তাদের পদলেহী নির্বাচন কমিশন যেখানে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে, সেখানে তাদেরঅধীনে জাতীয় নির্বাচন কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হতে পারে না।’
সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘ইসি যদি যদি ভোট ডাকাতির নির্বাচনগুলো বাতিল করে পূনঃনির্বাচন দিতো, তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ও প্রশাসন বাধ্য হতো।’
তিনি বলেন, ‘সিইসিকে বলেছি, নির্বাচন কমিশনের মর্যাদা এবং ভোটাধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছেন, অনৈতিক সরকারের চাপে। যদি ভোটাধিকার রক্ষা করতে না পরেন, তবে ঐ চেয়ারথেকে সরে এসে জনগণের কাতারে শামিল হোন, অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবেন না।’
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন