এখনো বাংলা চলচ্চিত্রে শাকিবের জনপ্রিয়তা সবার উর্ধ্বে


ইন্ডাস্ট্রি কার এমন প্রশ্নে অনেকে বলেন, যারা চলচ্চিত্রের কলাকুশলী তাদের। ইন্ডাস্ট্রি কারোরি না, একমাত্র তাদের যারা নিয়মিত হলে যায়। বর্তমানে শাকিব আছে বলে সেই ইন্ডাস্ট্রি টিকে আছে। আর এই ইন্ডাস্ট্রি যদি না থাকতো তাহলে মনপুরা, গেরিলা ও আয়নাবাজি সৃষ্টির অধরাতেই থেকে যেত।
মাসুদ রানা পরবর্তীতে চলচ্চিত্রাঙ্গণসহ সারাদেশে শাকিব খান নামে পরিচিতি লাভ করেন। ছোট বেলার ইচ্ছার প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। কারণ আমি সাইন্সের ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল।’
রাজ্জাক, আলমগীর, মান্নার পরবর্তী সময় শাকিব ছাড়া বাংলা চলচ্চিত্র কল্পনাই করা যেত না। তবে এখন প্রশ্ন শাকিব কি এখনো নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন? এমন প্রশ্নে জাজ এর কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘জনপ্রিয়তার ভিন্ন ধরন রয়েছে, যেমন নায়ক রাজ-রাজ্জাক নায়ক হিসাবে অনেক জনপ্রিয় ছিলেন। এখন তিনি ভিন্ন চরিত্রে অভিনয় করেন তবুও কিন্তু তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। শাকিবকে নিয়ে আমি একটা কথাই বলব এখনো বাংলা চলচ্চিত্রে শাকিবের জনপ্রিয়তা সবার উর্ধ্বে।’
দেখতে দেখতে অভিনয় জগতে দেড়যুগ পূর্ণ করেন এ অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন গেল রোজার ঈদে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবিটির মধ্য দিয়ে।
শাকিব খান একমাত্র অভিনেতা, যার আয়কে আন্তর্জাতিক মানে বিচার করা যায়। ছবিপ্রতি তিনি সম্মানী নেন ৩৫ লাখ টাকার বেশি। সে হিসাবে তার প্রতিদিন গড় আয় ১ লাখ ৪৬ হাজার টাকার বেশি। অর্থাৎ খান সাহেবের প্রতি সেকেন্ডের মূল্য এখন ১ টাকা ৭০ পয়সার অধিক।
সিনেমার নায়ক হতে চটি ক্ষয় করার যে প্রবাদ প্রচলিত রয়েছে-তা শাকিব খানের ক্ষেত্রে কাহিনী নয়, বাস্তব। অভিনেতার ভাষায়, ‘অনেক কষ্ট করে আজ আমি এ অবস্থানে এসেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













