যে জীবন ‘মিস’ করেন মোশাররফ


সব ধরনের দর্শকের কাছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কোথাও দাঁড়ালেই ভিড় জমে যায় ভক্তদের। কিন্তু এই জীবন ছিল না তাঁর। পুরোদস্তুর বোহিমিয়ান জীবন যাপন করতেন এক সময়। যেখানে ইচ্ছে যেতেন। মাঝে মধ্য দু-চার দিন খুঁজেও পাওয়া যেত না তাঁকে। এমনও হয়েছে, যেখানে গেছেন সেখানেই রেখে এসেছেন নিজের মুঠোফোন। তাঁকে খুঁজে পাওয়ার জন্য মুঠোফোন নয় সরাসরি খুঁজতে হয়েছে তাঁকে।
এই সব জীবনের গল্প করে কদিন আগে মোশাররফ করিম বলেছিলেন, ‘ওই জীবনটা আমি খুব মিস করি। এখনকার জীবনটা ভালো হলেও ওই জীবনটাই আমার কাছে সেরা মনে হয়।’
জনপ্রিয় এ অভিনেতা আর বলেন, ‘এখন কোথাও গেলেই ভিড় জমে যায়। টঙের দোকানে বসে এক কাপ চা খেতে পারি না। বন্ধুদের সঙ্গে কোথাও বসে আড্ডা মারতে পারি না। এটা খুব খারাপ লাগে।’
মোশাররফ করিম বর্তমানে ব্যস্ত আছেন ঈদের নাটকে অভিনয় করা নিয়ে। ‘বউগিরি’ নাটকে অভিনয়ের জন্য গতকাল তিনি মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৬ এর সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













