ভিকারুননিসায় পাস ৯৯.৯৪ শতাংশ, একজন মাত্র পরীক্ষায় অংশগ্রহন করেননি


ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি এক ছাত্রী। আর এ কারণে প্রতিষ্ঠানটির শত ভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি। এসএসসিতে প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৯৪ শতাংশ।
ভিকারুননিসার অধ্যক্ষ সুফিয়া খাতুন এই দাবি করেন। তিনি জানান, অসুস্থতার কারণে তাঁর এক ছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই শতভাগ পাস করা প্রতিষ্ঠানের তালিকায় এ বছর তাঁরা যোগ হননি।
খোঁজ নিয়ে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এক হাজার ৫৯৬ জন ছাত্রী এসএসসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করে এক হাজার ৫৯৫ শিক্ষার্থী।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় এক হাজার ৩৬৯ জন। এর মধ্যে জিপিএ ৫ পায় এক হাজার ৩১২ ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ২০৯ জন। তাদের মধ্যে একজন ‘পরীক্ষায় অংশ নিতে পারা’য় ফেল করেছে। এই বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন।
অন্যদিকে মানবিক বিভাগ থেকে ১৮ জন অংশ নেয়। তাদের সবাই পাস করলেও জিপিএ ৫ পায়নি কেউই। প্রতিষ্ঠানটিতে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৩৬৮ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













