বিশ্বের সবচাইতে বিচিত্র ৮ জুটি!


আমরা মানুষেরা নিজে যেমন বৈশিষ্ট্যের অধিকারী, তেমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। লম্বা মানুষ সাধারণত লম্বা জীবনসঙ্গী খুঁজে থাকেন। তেমনি একজন সুন্দর মানুষ সুন্দর জীবনসঙ্গীই আশা করেন। অর্থাৎ, ভালোবাসার মানুষ বেছে নেবার ক্ষেত্রে আমরা সকলেই কমবেশি সামঞ্জস্যতা খুঁজে থাকি। কিন্তু হ্যাঁ, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন যারা এই হিসাবের বাইরে। জীবনসঙ্গী হিসেবে তাঁরা অনেকেই বেছে নিয়েছেন নিজের একদম বিপরীত কাউকে। এমন কিছু অদ্ভুত জুটি নিয়েই আজকের এই ফিচার।
১। মার্টিন ভ্যান বুরেন এবং আন্না হাইনিং সোয়ান


বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি হিসেবে খ্যাত এই দম্পতি। মার্টিন বুরেন একটা সময় “কেনটাকি জায়ান্ট” নামে পরিচিত ছিল। তার উচ্চতা ছিল ৭ ফিট ৭.৫ ইঞ্চি লম্বা এবং ওজন ছিল ১৪৯ কেজি! মার্টিন তার মত লম্বা আন্না হাইনিংকে বিয়ে করেন। আন্নার উচ্চতা ছিল ৭ ফিট ৫.৫ ইঞ্চি! তাদেরকে “জায়ান্ট দম্পতি” বলা হতো।
২। আহমেদ মোহাম্মদ ডোর এবং সাফিয়া আবদুল্লাহ


বয়সের পার্থক্যের কারণে তারা অদ্ভুত দম্পতির লিস্টে ঠাই পেয়েছেন। সোমালিয়ার এই দম্পতির আহমেদ মোহাম্মদ ডোরের বয়স ছিল ১১২ বয়স আর তার স্ত্রীর বয়স ছিল মাত্র ১৭ বছর। সোফিয়া আবদুল্লাহ আহমেদ ডোরের ষষ্ঠ স্ত্রীর ছিলেন। তিনি ছিলেন ১৮ শতকের সবচেয়ে বয়স্ক লোক।
৩। অ্যান্টন ক্রাফট এবং চীন বেল


ছবিই বলে দিচ্ছে তারা কেন অদ্ভুত। ৬.৩ ফিট লম্বা চীন বেল বিয়ে করেন ৪ ফিটের বামন অ্যান্টন ক্রাফটকে।
৪। সোন স্টিফেনসন ও মিন্ডি নিস


সোন আমেরিকান লেখক এবং প্রেরণাদানকারী স্পিকার। সোন ছোটবেলা থেকে osteogenesis imperfect রোগে আক্রান্ত। এই রোগের কারণে তিনি মাত্র তিন ফিট লম্বা এবং তাকে হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করতে হয়। কিন্তু তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ এবং আরিযোনার সুন্দরী নারীদের একজন!
৫। কাইল জোন্স এবং মারজরি ম্যাককুল


বয়সের পার্থক্যের আরেকটি উদাহরণ হলো কাইল জোন্স এবং মারজরি ম্যাককুল। কাইল জোন্স থেকে মারজরি বয়সে ৬০ বছর বড়! তবে তাঁরা এখনও কেবল ডেটিং-ই করছেন। কাইল জানিয়েছেন যে তাঁর বয়স্ক নারীদেরকেই আকর্ষণীয় মনে হয়। আর হ্যাঁ, ওয়ান্ডার লিস্ট সাইটের তথ্য অনুযায়ী মারজরি কাইলের আপন দাদী!
৬। পল এবং মারিয়া বুটজকি


সবচেয়ে অদ্ভুত দম্পতির প্রথম দিকে এদের নাম পাওয়া যায়। মারিয়া বুটজকি নামের এই নারী স্বামী পল এবং প্রাক্তন বয়ফ্রেন্ড পিটার দুইজনকে সমান ভালোবাসেন। এবং তিনি দুইজনকে নিয়ে একসাথে সংসার করছেন!
৭। গ্যাব্রিয়েলা এবং ভিক্টর প্রেরালটা


গ্যাব্রিয়েলা এবং ভিক্টর প্রেরালটাকে ট্যাটু দম্পতি বলা হয়। ভিক্টর তার শরীরের ৯০% অংশ এবং গ্যাব্রিয়েলা শরীরের ৬৫% অংশ ট্যাটু আঁকা!
৮। আমান্ডা রজার্স ও শেবা


অদ্ভুত দম্পতির লিস্টে সবার উপরে রাখা হয় আমান্ডা রজার্য এবং শেবা। ব্রিটিশ এই মহিলা তার প্রিয় কুকুর শেবাকে বিয়ে করেন। আমান্ডা রজার্স প্রথমে একজন মানুষকে বিয়ে করেন, কিন্তু সেই বিয়ে সফল না হওয়ায়, তিনি কুকুরকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সূত্র: ওয়ান্ডার লিস্ট
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













