ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান- অর্ধশতাধিক দালাল আটক


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দালাল আটক করেছে। ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে সোমবার (৪ মার্চ) সকালে প্রায় ৬০ থেকে ৬৫ জন দালালকে আটক করেছে র্যাব-৩ এর গোয়েন্দা দল।
এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসব দালাল চক্রকে চিহ্নিত করা হয়েছে। আমরা অল্প সংখ্যক দালালকে ধরতে পেরেছি। এ সংখ্যা আরও বেশি হবে বলে জানান তিনি। এসব দালাল সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।
র্যবের কর্মকর্তা বলেন, এই দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের জিম্মি করে অপকর্ম করে আসছে। চলমান প্রক্রিয়ায় এই অভিযান। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













