এবার সুপার হিরোইন ববি


ঢালিউড চলচ্চিত্র জগতের বর্তমানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ববি। সম্প্রতি তিনি ‘বিজলি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে এবার সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করবেন তিনি। শুধু তাই নয় এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনার তালিকাতেও নাম লেখাচ্ছেন এ অভিনেত্রী।
এ ছবিতে অভিনয় ও প্রযোজনা প্রসঙ্গে ববি জানান,‘যখন থেকে আমি চলচ্চিত্রে অভিনয় করি তখন থেকেই চলচ্চিত্র প্রযোজনা করার ইচ্ছে ছিলো। কিন্তু সবকিছু মিলিয়ে আর হচ্ছিলো না। এবার হয়েই গেলো। তবে এ ছবিতে নায়ক কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয় নি। ঢাকা অথবা মুম্বাই এর কোনও নায়ক থাকতে পারেন। এবার দুটি ছবি প্রযোজনার জন্য গল্প তৈরি করছি। এরমধ্যে একটি ‘বিজলি’।
ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি পরিচালক সমিতিতে এই সিনেমার নাম এন্ট্রি করা হয়েছে। প্রথম লটের শুটিং ঢাকায় করবেন। বাকি অংশের শুটিং থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে বলেও নির্মাতা সূত্রে জানা গিয়েছে।
ববির অভিনয়ের শুরুটা হয়েছিলো ইফতেখার চৌধুরীর পরিচালনায় ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। তারপর রাজত্ব, দেহরক্ষী, ওয়ান ওয়ে, অ্যাকশন জেসমিনসহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। এদিকে ববি সম্প্রতি মালটা ছবির কাজ শেষ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













