এ কেমন চরিত্র ! চিরকাল নাকি দর্শকদের মাঝে বেঁচে থাকবেন নায়িকা নিপুন !


বলা হচ্ছে নায়িকা জয়া আহসানকেও হার মানাবে ২ মিনিটের এই চলচিত্র। লেখক ও সাংবাদিক আনিসুল হকের গল্প `৭১-এর সাহসিনী` অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ৭১’র মা জননী’ সিনেমার। শুটিং শুরু হয় ২০১৩ সালের ১৬ অগাস্ট শুক্রবার। উপন্যাস থেকে শাহ আলম কিরণের সিনেমা ‘৭১’র মা জননী’র নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ। এরই মধ্যে ২০১৩ সালের সরকারি অনুদান পাওয়া নির্মাণাধীন সিনেমাটির আশি ভাগ শুটিং শেষ করেছেন নির্মাতা কিরণ।
বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে। সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছে এরই মধ্যে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘৭১’র মা জননী’ শিরোনামের একটি ফ্যান পেজ খোলা হয়েছে। যেখানে ছবিটির বেশকিছু ফটোগ্রাফ পোস্ট করা হয়েছে। এতদিন যারা নায়িকা নিপুণকে দেখে এসেছেন, তারা এবারে ভিন্ন এক নিপুণকে দেখতে পাবেন। তাঁর এই মহৎ চরিত্রের জন্য তিনি চিরকাল বেঁচে থাকবেন দর্শকদের হৃদয়ে।
এই নিপুণ একাত্তরের মা জননী। তিনি একজন মুক্তিযোদ্ধাও বটে। যে কিনা নিজের স্বামী-সন্তান, এমনকি নিজের সমভ্রম হারিয়েও পাকহানাদারদের সঙ্গে লড়াই করেন অসীম সাহসিকতায়। গ্রামের এক কুল বধূ হয়েও অস্ত্র হাতে শত্রুদের মুখোমুখী হয়। সম্মুখ সমরে অসংখ্য নিরস্ত্র, অসহায় মানুষের নির্যাতনকারীদের রুখে দেন। ‘৭১’র মা জননী` ছবিতে নিপুণ ও আগুনের ছাড়াও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্বরণ, মোরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈষিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল, এবং সাজু মেহেদী, সুমাইয়া, মনিকা, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী।
সম্প্রতি বাংলাদেশ নায়িকাদের মধ্যে দৃশ্যের নামে দেহ প্রদর্শনের বিষয়টি জনমনে নানা প্রশ্নের উদ্রেক করলেও একটি চিত্রকে ফুটিয়ে তোলার জন্য একজন নায়িকার এই সাহসী উদ্যোগকে অনেকেই পজিটিভ দৃষ্টিতে দেখছেন । এর কয়েকদিন আগেই জয়া আহসানের এক ভিডিও অনলাইনে সমালোচনার শিকার হয়েছে। এর আগে নিপুনের ‘৭১’র মা জননীর খন্ডিত অংশ প্রকাশিত হলেও এবার পুরো ভিডিওটি প্রকাশিত হয়ে আবারো অনলাইনে সাড়া ফেলেছে ভিডিওটি।
ভিডিওটি দেখতে নিচের নিউজ লিংকে ক্লিক করুন
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













