চুয়াডাঙ্গায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা নবীননগর গ্রামে জোসনা খাতুন(২৬) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শাশুড়ি-ননদ মিলে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে সদর উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর ঘাতক স্বামী, শাশুড়ি ও ননদ পলাতক রয়েছে।
নিহত গৃহবধূ জোসনা খাতুন উপজেলার কুতুবপুর ইউনিয়ানের নবীননগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী দামুড়হুদা দর্শনা শ্যামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে যৌতুকের দাবিতে শাশুড়ি আনেচা খাতুন ও ননদ তসলিমা বেগম গৃহবধূ জোসনা খাতুনের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তুু জোসনা দাবিকৃত যৌতুকের টাকা আনতে অস্বীকৃতি জানালে বিকালে শাশুড়ি ও ননদ মিলে তাকে বাটাম দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ ও দলেচটকে হত্যা করে। হত্যার পর লাশ বসত ঘরে স্বামী, শাশুড়ি ও ননদ পালিয়ে যায়। পরে গ্রামবাসী মৃতদেহ দেখে তার বড় ভাই দামুড়হুদা দর্শনা শ্যামপুর গ্রামে হামিদুল ইসলাম ও স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই হামিদুল ইসলাম জানান , বিয়ের পর তিন দফা যৌতুক বাবদ তিন লাখ টাকা দিয়েছি। আবারও যৌতুকের দাবিতে বেশ কয়েক দিন ধরে বোনকে স্বামী ও তার পরিবারের সদস্যরা নানা ভাবে নির্যাতন করতে থাকে। তাই আমার বোনকে যৌতুকের বলি হতে হলো।
চুয়াডাঙ্গার সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন


চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন


চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন













