সন্ধ্যায় বিয়ে সকালে তালাক


চুরির অভিযোগে ঘর ভেঙ্গে গেল সন্ধ্যায় বিয়ে হওয়া এক নবদম্পতির। ভাবছেন চুরির অভিযোগে আবার ঘর ভাঙ্গে কিভাবে, তবে অবাক হওয়ার কিছু নেই। এমনই একটি ঘটনা ঘটে মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের বিজনর জেলার কারোন্দা পাচদু গ্রামে।
বিয়ে শেষ হওয়ার পর মেয়ের বাড়ির লোকেরা দেখেন তাঁদের আলমারিতে রাখা ১ লাখ ৪৫ হাজার টাকা এবং বেশ কিছু গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না। তত্ক্ষণাৎ তাঁরা বরসহ বরযাত্রীকে আটক করে তাঁদের উপর চুরির অভিযোগ আনে। তাঁরা দাবি করেন বরের কোন এক আত্মীয়ই এই চুরির কাজটি করেছেন। আর এ কারণে সকালবেলা পর্যন্ত বরযাত্রীকে আটক করে রাখে কনেপক্ষ। পরে পুলিশ এসে তাঁদের কনেপক্ষের হাত থেকে উদ্ধার করে। ছাড়া পাওয়ার পরেই অপমাণিত পাত্র সদ্য বিবাহিতা স্ত্রীকে ‘তালাক’ দেয়ার সিদ্ধান্ত নেন।
টাইমস অব ইন্ডিয়া সুত্রে জানা গেছে, পাত্র কারি ইমরানের বাড়ি চান্দপুরন গ্রামে। সোমবার বিকেলে তিনি বিয়ে করতে আসেন কারোন্দা পাচদু গ্রামে। বিয়ে শুরু হওয়ার পর বাঁধে নানা সমস্যা। কনের বাবা নাসির আহমেদ অভিযোগ করেন তাঁদের আলমারি থেকে চুরি গেছে ১ লাখ ৪৫ হাজার টাকা এবং বেশ কিছু গহনা। তিনি দাবি করেন, বরের ভাইপো আকিব এবং অন্য আর একজন নারী আত্মীয় এই চুরি করেছেন।
বরযাত্রীরা যখন এর প্রতিবাদ করেন, তখন তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন কনের আত্মীয়রা। এমনটাই জানিয়েছেন বরের বাবা। তিনি আরো বলেন, সারারাত তাঁদের আটকে রেখে মানসিক হেনস্থা করা হয়। সকালে পুলিশ এসে যখন তাঁদের উদ্ধার করে, তখন সদ্য বিবাহিতা স্ত্রীকে তালাক দেবেন বলে সিদ্ধান্ত নেন কারি ইমরান। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া
সাক্ষাত্কারে কারি ইমরান জানিয়েছেন, তিনি প্রথমে স্ত্রীকে তালাক দিতে চাননি। কিন্তু নিজের এবং পরিবারের এই অপমান মেনে নিতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













