‘রক্ত’ ঝড়াতে কাল দার্জিলিং যাচ্ছেন পরীমণি
‘রক্ত’ ঝড়াতে কাল শনিবার দার্জিলিং যাচ্ছেন পরীমণি। তবে শরীরের রক্ত ঝড়াতে নয়, যাচ্ছেন মালেক আফসারির পরিচালনায় ‘রক্ত’ ছবিতে অভিনয় করতে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য বিশাল বাজেটের এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত এ অভিনেত্রী। ইতোমধ্যে পরিচালক ও প্রোডাকশন হাউজের অনেকেই পাড়ি দিয়েছেন দার্জিলিংয়ে। খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন শুটিং স্পটের। কাল শনিবার ৪৩ দিনের জন্য দেশ ছাড়বেন পরীমণি।
এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘কাল দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। প্রথমেই যাব কলকাতায়। সেখান থেকে অবস্থা বুঝে দার্জিলিং পাড়ি দিব। ‘রক্ত’ ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং। অ্যাকশন ধর্মী ছবিতে এটাই আমার প্রথম অভিনয়। চেষ্টা করবো অভিনয়ের সেরাটা ঢেলে দিতে। মারামারি দৃশ্যে অভিনয় করতে গিয়ে যদি শরীরের রক্তও ঝড়ে তারপরও পিছু টান দিবোনা। বাকিটা সময়ই বলে দিবে।’
অন্যদিকে গতকাল রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেন পরীমণি। যেখানে তিনি লেখেন হ্যা, ‘ইনিই আমার হার্ট’। এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পরে ছবিতে যে যুবককে দেখা যাচ্ছে তিনি পরীর বাগদত্তা। মুলত ঐ যুবকটি ছিল সৌরভ নামের এক নবাগত অভিনেতা। মালেক আফসারির পরিচালনায় ‘রেড হার্ট’ ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে তাকে। এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘আসলে ক্যাপশনটা একটু মজা করে লিখেছিলাম। কিন্তু বিষয়টি যে এতটা সিরিয়াস হবে তা বুঝতে পারিনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













