শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শিশু ইনজুরি প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। শিশু ইনজুরি প্রতিরোধে কার্যক্রম,নীতি-নির্ধারণ ও প্রয়োগের উদ্দেশ্যে সিআইপিআরবি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে কোন রাজনীতি করা যাবে না। এই বিষয়টি মানোবিক দৃষ্টি দিয়ে দেখতে হবে। শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সবাইকে এগিয়ে আসতে এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।
শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের ব্যক্তির স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, পারিবারিক কলহের জের ধরে শিশুকে বলি হিসেবে ব্যবহার করছি। তাই এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এটি একার দ্বারা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এ শিশু নির্যাতন বন্ধ করতে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে শিশুর দেখভাল করার লোক কমে যাচ্ছে। তাই পরিবারের পরিবর্তে শিশুর যে সামাজিক সেবা দেয়া দরকার, তা কিন্তু সেভাবে দেয়া হচ্ছে না। তাই পিতা-মাতাকে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের সময় দিতে হবে। তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













