“ IELTS ” নিয়ে এ এক দারুন অভিজ্ঞতা !
মজার এই অভিজ্ঞতা কেউ পড়বে কিনা জানিনা। তবুও লিখতে ইচ্ছে হল তাই লিখলাম এবং আমাদের কন্ঠস্বর অনলাইন পত্রিকার এক সাংবাদিক ভাইয়ের সাথে পরিচয় সূত্রে আমার লেখাটি ছাপিয়ে দিতে বললাম।
প্রফেশনাল প্রয়োজনে আমার IELTS করার প্রয়োজন দেখা দিলে বাজার থেকে এই সংক্রান্ত কিছু বই কিনে পড়া শুরু করলাম। কিন্তু সবকিছুই কেমন যেন কঠিন লাগছিল। মাথা গরম হয়ে যাওয়ার মত। তারপর ঢাকা শহরের নাম করা কয়েকটি IELTS শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করি। সবাই ভর্তি হতে বললেন খুব তাড়াতাড়ি। পরে উপায় অন্তর না পেয়ে ভর্তিও হলাম মিরপুরের একটা ভালো প্রতিষ্ঠানে। কিন্তু কোন ভাবেই Reading Module এর YES, NO, NOT GIVEN, Multiple Choice ইত্যাদি আয়ত্ব করতে পারিনি। প্রতিদিন রাত ২টা নাগাদ IELTS এর বই পড়তে পড়তে ভীষন বিরক্ত। এটা যেন এক মরণ কামড় হয়ে গেল। কয়েকবার মক টেষ্ট ও দিলাম। কিন্ত সময় ম্যানেজ করে সব উত্তর সঠিকভাবে দেয়া আসলেই একটা কঠিন কাজ বলে মনে হল আমার।
পরে একদিন ক্যামব্রীজ-৬ অথবা ৭ বইয়ের কোন এক পাতায় একটি লেখা দেখতে পেলাম। সেখানে লেখা ছিল: পুরো পেসেজ না পড়েই শর্ট কাট মেথডে উত্তর দিতে হলে চলে আসুন Readers’ এ….। সম্ভবত সেটি একটি এড ছিল। ভাবলাম আমার তো ভাই শর্ট কাট মেথডই দরকার। তবে শেষ চেষ্টাটা করে দেখি কি হয়!
চলে গেলাম Readers’ এ। সেখানকার প্রধান জনাব সোহরাব হোসাইনকে একটি শ্রেনী কক্ষে ক্লাস নিতে দেখলাম। আমি রিসিপশনে বসে অপেক্ষা করছিলাম। তারপর ক্লাস শেষে তিনি বের হলেন এবং আমাকে অনেক সম্মনের সাথে তাঁর রুমে বসিয়ে সমস্যা জানতে চাইলেন। আমি সব খুলে বললাম। অত:পর তিনি আমাকে একটা বই দিয়ে বললেন: ‘দেখি এই পশ্নে উত্তর গুলো সমাধান করুন’ অবশ্য তার আগে তিনি আমাকে তিনটি ছোট্র টেকনিক বলে দিলেন এবং টেকনিকগুলো মাথায় রেখে উত্তর করতে বললেন। আমি যথারীতি বসে করে ফেললাম। কিছুই বুঝতে পারলাম না কি হতে যাচ্ছিল। পরে উত্তর খুঁজে বের করে আমাকে বললেন। ‘সবগুলো উত্তর সঠিক হলো’। এ এক অবিশ্বাস্য !!!
আমি পরেদিনই ভর্তি হয়ে গেলাম। ক্লাস করে প্রতিনিয়িত অনেক শিখলাম। দেখলাম শুধু যে Reading Module তাই নয়। Listening, Speaking, Writing সবগুলো মডিউলেই তার শর্ট কাট বুদ্ধিগুলো আমাকে অভিভুত করল। আমার কাছে মনে হল এই বিষয়টি অনকেরেই জানা দরকার যারা IELTS করার উদ্দেশ্যে ঘুরছেন। এ এক দারুন এক অভিজ্ঞতা। এখন আমি সবেগুলো মডিউলেই দারুন উত্তর করতে পারি সময়ের মধ্যেই। সামনেই পরীক্ষা দেব। আশা করি আমি কাংখিত রেজল্ট পাবোই। ইনশাআল্লাহ….
স্যার একজন অসাধারন মানুষ। আমি মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতাম ক্লাসের ফাঁকে: “স্যার আপনার মাথায় এত বুদ্ধি আসল কোথা থেকে?” তিনি হাসতেন আর বলতেন: ‘এটি আমার সাধনা’
স্যারের অনুমতি নিয়ে এখানে তার যাবতীয় ঠিকানা দিলাম। যারা IELTS এর পিছরে ঘুরছেন তাদের জন্য। অবশ্যই উপকুত হবেন।
স্যারের ফোন: 01612534588, 01712534588
ঠিকানা: G-28, Block-E, Zakir Hossain Road, Mohammadpur, Dhaka-1207
এই লিংকে ক্লিক করলেই স্যারের ফেসবুক খুঁজে পাবেন:https://www.facebook.com/sohrab.hossain.5249349
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন