রবিবার, অক্টোবর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

একজন ভ্যান চালকের স্বপ্ন সত্যি হওয়ার গল্প!

বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল লতিফ শেখের পাঁচ সন্তানের মধ্যে একজন ইমাম শেখ।অভাবের সংসারে পঞ্চম শ্রেণির বেশি আর পড়া হয়ে ওঠেনি ইমামের। সংসারের হাল ধরতে মাত্র পনের বছর বয়সেই ভ্যান নিয়ে জীবিকার সন্ধানে নেমে পড়ে ইমাম। প্রতিদিন সকালে পাটগাতি স্ট্যান্ডে ভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা এবং প্যাডেল ঘুরিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই তার কাজ। এমন ভাবেই চলছিল।

কিন্তু ২৭ জানুয়ারি দিনটা ইমামের জন্য আর দশটা সাধারণ দিনের মতো ছিল না। ভাগ্যদেবী যে তার জন্য স্বয়ং অপেক্ষা করছে এটা ইমামেরও জানা ছিল না। এদিন ও পাটগাতি স্ট্যান্ডে ভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। দুজন যাত্রী এলেন। তাঁরা ইমামের ভ্যানে চেপে বঙ্গবন্ধু সমাধি সৌধে গেলেন এবং ইমামকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। অপেক্ষার ফল যে কতটা সুমিষ্ট হতে পারে তা কিছুক্ষণ পরই বুঝতে পারলেন ইমাম। কিছুক্ষণ পর ইমাম দেখলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন। এসে পরিবারের সদস্যদের নিয়ে ইমামের ভ্যানে উঠলেন। ঘুরলেন ইমামের ভ্যানে করে। প্রধানমন্ত্রীকে ভ্যানে ঘুরাচ্ছে ইমাম, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নিল না। রীতিমতো সেলিব্রিটি বনে গেল ইমাম।

কিন্তু আনন্দে আত্মহারা ইমাম প্রধানমন্ত্রীর কাছে তার জীবনে একটি সরকারি চাকরির ইচ্ছের কথা বলতে বেমালুম ভুলে গেল। সেই কথা উঠে এলো গণমাধ্যমে। ইমামের এই না বলা ইচ্ছের কথা  পৌঁছে গেল মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। বিমান বাহিনীতে চাকরির সুযোগ করে দিলেন। আর ইমামের ওই ভ্যানটিকে পাঠানো হলো জাদুঘরে। যোগ্যতা অনুসারে চাকুরি পাবে ইমাম। আর প্রতিদিনের মতো পাটগাতি স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করতে হবে না ইমাম শেখকে। প্রতিদিন একটা চাকরির স্বপ্ন দেখে দেখে দীর্ঘশ্বাস ফেলবে না আব্দুল লতিফ শেখের পুত্র ইমাম শেখ।

লেখক : শিক্ষার্থী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো

লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন

আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা

“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন

বাবা যখন ধর্ষক

যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন

  • দুই বড় দেশ যখন প্রতিবেশী ও প্রতিযোগী
  • মৌসুমি নৌকা শোরুম
  • ভারতবিদ্বেষ কেন বেড়ে চলেছে?
  • জনগণের কাছে শেখ হাসিনাই জয়ী
  • ‘গুলিস্তান’ নেই, তবু আছে ৬৪ বছর ধরে
  • পদ্মা ব্রিজ দিয়ে কী হবে?
  • যুদ্ধাহতের ভাষ্য: ৭০– “এখন অমুক্তিযোদ্ধারাই শনাক্ত করছে মুক্তিযোদ্ধাদের”
  • আসুন, বড় হই
  • আসুন, পিঠের চামড়া না তুলে পিঠ চাপড়ে দিতে শিখি
  • বাড়িওয়ালা মওদুদ ও বাড়িছাড়া মওদুদ
  • ব্রিটেনের নতুন সরকার নিয়ে যে শঙ্কা!
  • আওয়ামী লীগ ছাড়া কি আসলে কোনো বিকল্প আছে?