গণজাগরণ মঞ্চের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মৌসুমী রহমানকে প্রত্যাহার করে পাকিস্তান প্রমাণ করেছে তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা করে না। সে জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির পক্ষে তিনি এ দাবি জানান।
ডা. ইমরান বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি পাকিস্তানের সকল কূটনীতিককে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা না হয় তাহলে পাকিস্তান হাইকমিশন ঘেরাও করা হবে। সরকার এটি কার্যকর করতে ব্যর্থ হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা সকল কূনীতিককে ধরে পাকিস্তান পাঠানের ব্যবস্থা করবে। এতে যদি সরকার কোন বাধা দেয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, যারা আমাদের স্বাধীনত স্বার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মৌসুমী রহমানকে প্রত্যাহার করে পাকিস্তান প্রমাণ করেছে তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা করে না। তারা কোন কারণ ছাড়াই তাকে প্রত্যাহার করেছে। সরকারেরও উচিত তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা। জামায়াতে ইসলামী বাংলাদেশে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সরকারের উচিত খুব শিগগিরই তাদের নিষিদ্ধ করা এবং সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন