গণজাগরণ মঞ্চের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মৌসুমী রহমানকে প্রত্যাহার করে পাকিস্তান প্রমাণ করেছে তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা করে না। সে জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির পক্ষে তিনি এ দাবি জানান।
ডা. ইমরান বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি পাকিস্তানের সকল কূটনীতিককে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা না হয় তাহলে পাকিস্তান হাইকমিশন ঘেরাও করা হবে। সরকার এটি কার্যকর করতে ব্যর্থ হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা সকল কূনীতিককে ধরে পাকিস্তান পাঠানের ব্যবস্থা করবে। এতে যদি সরকার কোন বাধা দেয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, যারা আমাদের স্বাধীনত স্বার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মৌসুমী রহমানকে প্রত্যাহার করে পাকিস্তান প্রমাণ করেছে তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা করে না। তারা কোন কারণ ছাড়াই তাকে প্রত্যাহার করেছে। সরকারেরও উচিত তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা। জামায়াতে ইসলামী বাংলাদেশে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সরকারের উচিত খুব শিগগিরই তাদের নিষিদ্ধ করা এবং সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

মির্জা আব্বাস: রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করার অপচেষ্টা চলছে
রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগবিস্তারিত পড়ুন

প্রেস সচিব: মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে দুর্নীতি
আওয়ামী লীগ সরকারের আমলে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়মবিস্তারিত পড়ুন

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু মৃত্যুর খবরে অভিযুক্ত আসামিদেরবিস্তারিত পড়ুন